জাতীয় যুব দিবস উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর চট্টগ্রামের আয়োজনে ও পরিবেশবাদী সংগঠন ১ টাকায় বৃক্ষরোপণের সহায়তায় ২০২৪ সালের ছাত্র–জনতার আন্দোলনে শহীদদের স্মরণে ২৪টি গাছের চারা রোপণ করা হয়েছে। গতকাল বুধবার হালিশহরস্থ যুব ভবনে এ কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক কাজী আবুল হালিম। বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের এসিস্ট্যান্ট ডিরেক্টর মোহাম্মদ হান্নান, পাহাড়তলী যুব উন্নয়ন কর্মকর্তা জাহান উদ্দিন, অ্যাডভোকেট সরওয়ার হোসেন লাভলু, ১টাকায় বৃক্ষরোপণের সভাপতি শেখ আব্দুল্লাহ্ ইয়াছিন।
এ সময় যুব ভবনের সামনে শহীদদের স্মরণে শহীদ চত্ত্বর তৈরি করা হয়। তার পাশে গাছের চারা রোপণ করে আয়োজনের উদ্বোধন করেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী আবুল হালিম।
প্রধান অতিথি বলেন, যুবদের হাত ধরে নতুন বাংলাদেশ হয়েছে। তার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। একটি বৈষম্যহীন রাষ্ট্রের যে স্বপ্ন শহীদদেরা দেখেছে তার জন্য যুবদের সাথে নিয়ে আমাদের একসাথে কাজ করতে হবে। এতে উপস্থিত ছিলেন ১টাকায় বৃক্ষরোপণের সাংগঠনিক সম্পাদক ইফতেখার চৌধুরী, সদস্য সুমাইত, মিজান, হাবিব, মঈনুল,নাছরিন, মুক্তা,আনিস প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।