শমী কায়সার-তাপস তিন দিনের রিমান্ডে

হত্যা চেষ্টা মামলা

| বৃহস্পতিবার , ৭ নভেম্বর, ২০২৪ at ৮:৫০ পূর্বাহ্ণ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় অভিনেত্রী শমী কায়সার ও টেলিভিশন চ্যানেল ‘গান বাংলা’র চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজজামান শুনানি শেষে তাদের জামিন নাকচ করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মঙ্গলবার রাতে রাজধানীর উত্তরা থেকে শমী কায়সারকে গ্রেফতার করে উত্তরা পশ্চিম ও পূর্ব থানা পুলিশ। গতকাল বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করেন। খবর বাসসের।

এর আগে সোমবার (৪ নভেম্বর) রাজধানীর উত্তরা থেকে তাপসকে গ্রেফতার করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাপসকে হাজির করে পুলিশ।

এসময় মামলার তদন্ত কর্মকর্তা তাকে ৭ দিনের রিমান্ডে নিতে লিখিত আবেদন করেন। অন্যদিকে তাপসের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। আদালত তাপসের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে।

মামলার সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই ইশতিয়াক মাহমুদ নামের একজন ব্যবসায়ী উত্তরা পূর্ব থানার আজমপুর নওয়াব হাবিবুল্লাহ হাই স্কুলের সামনে একটি কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সেখানে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতারা গুলিবর্ষণ করলে ইশতিয়াকের পেটে গুলি লাগে এবং তিনি গুরুতর আহত হন। এ ঘটনায় গত ২৯ সেপ্টেম্বর তিনি বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। মামলায় সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনসহ ১২৬ জনকে আসামি করা হয়।

শমী কায়সার ও কৌশিক হোসেন তাপস এ মামলার এজহারভুক্ত আসামি।

পূর্ববর্তী নিবন্ধনদী ও খাল দখলদারদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিতে এখনই উপযুক্ত সময় : পরিবেশ উপদেষ্টা
পরবর্তী নিবন্ধকুমিল্লার কান্দিরপাড়ে উইকন চৌধুরী আর্কেডে বিক্রি মহোৎসবের উদ্বোধন