ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সারা বিশ্ব তাকিয়ে ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফলের দিকে। গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে ট্রাম্প শুধু জেতেনইনি, এই জয়ে গড়েছেন রেকর্ড। চার বছর ধরে হোয়াইট হাউসের চাবি হাতছাড়া থাকার পর ট্রাম্প তা পুনরুদ্ধার করলেন। প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার ফলে তিনি গ্রোভার ক্লিভল্যান্ডের পর দ্বিতীয় প্রেসিডেন্ট হওয়ার রেকর্ড গড়লেন। যিনি মেয়াদ শেষে নির্বাচনে হেরে গিয়ে চার বছর পর ফের জয়ী হন। ক্লিভল্যান্ড পরাজিত হওয়ার পর ফের নির্বাচিত হয়েছিলেন। পরপর নয় বরং দুটি ভিন্ন মেয়াদে প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছিলেন তিনি। সাবেক ডেমোক্রেট প্রেসিডেন্ট ক্লিভল্যান্ড প্রথমবারের মতো এমন অনন্য সফলতা দেখিয়েছিলেন ১৮৯৩ সালের নির্বাচনে জয়লাভ করে। ১৩১ বছরের আগেকার সেই অনবদ্য রেকর্ড স্পর্শ করার সুযোগ পেলেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প। শুধু তাই নয় এই নির্বাচনে জেতার মাধ্যমে তিনি গড়েছেন নতুন এক ইতিহাস। ট্রাম্প হচ্ছেন সবচেয়ে বেশি বয়সে নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। তাঁর বয়স এখন ৭৮ বছর। এর আগে জো বাইডেন ৭৭ বছর বয়সে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। শুধু তা’ই নয়, ডোনাল্ড ট্রাম্প হলেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম প্রেসিডেন্ট, যিনি ফৌজদারি অপরাধে দণ্ডিত। এমন এক সময় ট্রাম্প দেশটির প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন যখন ডেমোক্রেটরা তাকে গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে আখ্যা দেয়। এমনকি তার প্রতিপক্ষ, কমলা হ্যারিস এবং তার নিজের কিছু প্রাক্তন হোয়াইট হাউস কর্মকর্তাদের দ্বারা তিনি ফ্যাসিবাদী বলে চিহ্নিত হয়েছিলেন।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন তিনি। ড. ইউনূস বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ের জন্য বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাতে পেরে আমি আনন্দিত। দ্বিতীয় মেয়াদে মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ আপনাকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত করায় আপনার নেতৃত্ব ও দূরদর্শিতাই প্রতিফলিত হয়েছে।‘ তিনি আরও বলেন, ‘আমি নিশ্চিত আপনার তত্ত্বাবধানে মার্কিন যুক্তরাষ্ট্র উন্নতি করবে এবং বিশ্বজুড়ে অন্যদের অনুপ্রাণিত করবে।‘ বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্র পারস্পরিক স্বার্থের বিভিন্ন ক্ষেত্রে বন্ধুত্ব ও সহযোগিতার দীর্ঘ ইতিহাসের উল্লেখ করে ড. ইউনূস বলেন, ‘আপনার আগের মেয়াদে এ সম্পর্ক আরও গভীর হয়েছে। আমি আমাদের অংশীদারত্বকে আরও শক্তিশালী করতে ও টেকসই উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করার জন্য উন্মুখ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের দুটি বন্ধুত্বপূর্ণ দেশের অংশীদারত্বের অফুরন্ত নতুন সম্ভাবনা আছে।’ বাংলাদেশের জনগণের পক্ষ থেকেও আমরা তাঁকে অভিনন্দন জানাই।
যুক্তরাষ্ট্রের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিজয়কে দুই দেশের সম্পর্ককে নতুন করে মেরামতের সুযোগ হিসেবে দেখছে রাশিয়া। রাশিয়ার সভরেইন ওয়েলথ ফান্ডের প্রধান কিরিল দিমিত্রিয়েভ বলেছেন, ‘ট্রাম্পের জয় রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ককে পুনর্গঠনের (রিসেট) জন্য নতুন সুযোগ উন্মুক্ত করেছে।’
যুক্তরাষ্ট্রের রাজনীতির ইতিহাসে রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জয় নিশ্চিতভাবে সবচেয়ে নাটকীয় প্রত্যাবর্তন। হোয়াইট হাউস ছাড়ার চার বছর পর আবারও সেই কার্যালয়ে প্রেসিডেন্ট হিসেবে ফেরা রীতিমত চ্যালেঞ্জের। কোটি কোটি আমেরিকান ভোট দিয়ে দ্বিতীয় দফায় তাকে প্রেসিডেন্ট নির্বাচিত করেছেন। ট্রাম্পের এবারের নির্বাচনী প্রচারণার পর্বকে ইতিহাসের অংশ বললে কম বলা হবে না। কারণ প্রচারণার সময় ট্রাম্পকে দুই দফা হত্যা চেষ্টা হয়।
মার্কিন যুক্তরাষ্ট্রের ২৪৮ বছরের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে এক মেয়াদের বিরতিতে দ্বিতীয়বারের মতো দোর্দণ্ডপ্রতাপে হোয়াইট হাউসের মসনদে ফিরলেন রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের আগের জনমত জরিপের সব হিসেব–নিকেশ উল্টে দিয়ে মার্কিনিরা আরেকবার বেছে নিলেন সাবেক এই প্রেসিডেন্টকে। এর মধ্য দিয়ে ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থীর কমালা হ্যারিসের উত্থানের আশায় গুঁড়েবালি দেখল বিশ্ব; আর শীর্ষ ক্ষমতাধর দেশটিতে নতুন ইতিহাস গড়লেন ডোনাল্ড ট্রাম্প। তিনি তাঁর ভাষণে সমৃদ্ধ আমেরিকা গড়ার অঙ্গীকার করেছেন। এমনকি সমৃদ্ধ আমেরিকা না গড়া পর্যন্ত বিশ্রাম নেবেন না বলেও দাবি করেছেন ট্রাম্প।