চিটাগাং উইম্যান চেম্বার পরিচালনা পর্ষদ নির্বাচন পিছিয়ে আগামী বছরের ১১ জানুয়ারি তারিখ পুননির্ধারণ করা হয়েছে। এর আগে ৪ জানুয়ারি নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছিল। গতকাল মঙ্গলবার সিডব্লিউসিসিআই কার্যালয়ে পরিচালনা পর্ষদ নির্বাচন ২০২৫–২০২৭ এর প্রধান নির্বাচন কমিশনার, চট্টগ্রাম গবেষণাগারের পরিবেশ অধিদপ্তরের পরিচালক (উপ–সচিব) নাসিম ফারহানা শিরীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী বকেয়া পরিশোধ করে ভোটার হওয়ার সুযোগ আগামী ১০ নভেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে। সদস্যদের অনুরোধে এ পুনঃতফসিল করা হয় বলে জানানো হয়। খবর বাসসের।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী নির্বাচন কমিশনার বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের সহকারী পরিচালক মোহাম্মদ আতিক জাফর ও সিডব্লিউসিসিআই পরিচালনা পর্ষদ নির্বাচন সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা জি এ রায়হান।
পুনঃতফসিল অনুযায়ী, সদস্য ভোটারদের বকেয়া পরিশোধের শেষ তারিখ আগামী ১০ নভেম্বর, খসড়া ভোটার তালিকা প্রকাশ ১২ নভেম্বর, ভোটার তালিকা আপত্তির শেষ তারিখ ১৪ নভেম্বর, আপত্তির শুনানি ও নিষ্পত্তি ১৭ নভেম্বর, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৯ নভেম্বর, মনোনয়নপত্র বিক্রয় ২১ নভেম্বর, মনোনয়নপত্র বিক্রয় ও জমাদানের শেষ তারিখ ২৫ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই–বাছাই করে প্রার্থী তালিকা প্রকাশ ২৮ নভেম্বর, বাতিল মনোনয়ন পত্রের বিপরীতে আবেদন ৩০ নভেম্বর, আবেদনের শুনানি ও নিষ্পত্তি ৩ ডিসেম্বর, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ৭ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৪ ডিসেম্বর, প্রার্থী পরিচিতি সভা ১৮ ডিসেম্বর, ভোটগ্রহণ, গণনা ও ফলাফল প্রকাশ ১১ জানুয়ারি। প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট পদে মনোনয়নপত্র ক্রয় ও জমা প্রদান ১২ জানুয়ারি এবং প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচন ও চূড়ান্ত ফলাফল ঘোষণা ১৩ জানুয়ারি।