রাঙ্গুনিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, খাস জমি উদ্ধার

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বুধবার , ৬ নভেম্বর, ২০২৪ at ১১:০৫ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় নির্মাণাধীন অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার উপজেলার চন্দ্রঘোনাকদমতলী ইউনিয়নের গুমাইঝিল মৌজায় এই অভিযান চালানো হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মারজান হোসাইন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গুমাইঝিল মৌজায় খাস জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করা করছেন জনৈক ব্যক্তি। খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে স্থাপনা নির্মাণ বন্ধ করে দেয়া হয় এবং নির্মিত স্থাপনা ভেঙ্গে ফেলা হয়।

পূর্ববর্তী নিবন্ধস্বাধীন বাংলাদেশ রক্ষায় সিপাহী জনতা রাজপথে নেমে এসেছিল
পরবর্তী নিবন্ধঅর্থাভাবে অনিশ্চিত গুলিবিদ্ধ রিয়াদের উন্নত চিকিৎসা