পটিয়ায় চাঁদাবাজি প্রতারণাসহ একাধিক মামলার আসামি আ ন ম সেলিম উদ্দিন ওরফে ভুট্টোর (৪৮) একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল মঙ্গলবার পটিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট বেগম তাররাহুম আহমেদের আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা উপপুলিশ পরিদর্শক রাজু আহমেদ গাজী পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। ভুট্টো উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের হিলচিয়া গ্রাামের মৃত আহমদ নবীর ছেলে।
পুলিশ জানায়, গেল ১ নভেম্বর রাতে উপজেলার কচুয়াই ইউনিয়নের বাসিন্দা প্রবাসী মো. শাহাজান পটিয়া থানায় বিস্ফোরক ও হত্যা চেষ্টা আইনে একটি মামলা করেন। এতে ১৮০ জনের নাম উল্লেখসহ ৬০ থেকে ৭০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এ মামলায় সেলিম প্রকাশ ভুট্টো এজাহারনামীয় আসামি।
মামলার তদন্ত কর্মকর্তা উপপুলিশ পরিদর্শক রাজু আহমেদ গাজী বলেন, একাধিক মামলার আসামি আ ন ম সেলিম উদ্দিন ওরফে ভুট্টোকে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র–জনতার উপর গুলি বর্ষণের ঘটনায় পুলিশ গ্রেপ্তার করে। মঙ্গলবার আদালতে তার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হলে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।