লোহাগাড়ার কলাউজানে ঝুলন্ত অবস্থায় তাহমিনা সোলতানা (১৬) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বেলা ১২টার দিকে ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শহরবানু বাপের পাড়ায় নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তাহমিনা সোলতানা একই এলাকার আবদুর রহিমের কন্যা ও ডা. এয়াকুব বজলুর রহমান উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী। সে দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিল বলে জানা যায়। স্থানীয় ইউপি সদস্য মাহমুদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার দিন সকালে তাহমিনাকে বসতঘরে রেখে পার্শ্ববর্তী টংকাবতীর চরে ক্ষেতে যান তারা বাবা–মা। এর মধ্যে নিজ শয়নকক্ষে ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দেয় সে।
বাবা–মাসহ স্বজনরা ঘরে ফিরে তাকে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে তার কক্ষের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেও সাড়া না পেলে বিষয়টি থানা পুলিশের কাছে অবহিত করা হয়। পরে পুলিশের উপস্থিতিতে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় তাহমিনা সোলতানার মরদেহ উদ্ধার করা হয়। দীর্ঘদিন যাবত তার মানসিক রোগের চিকিৎসা চলছিল বলে জানা গেছে।
লোহাগাড়া থানার এসআই মো. কামাল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।