নগরীর প্রবর্তক স্কুল এন্ড কলেজের ৯৫৬ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে দুর্নীতিবিরোধী স্লোগান সম্বলিত শিক্ষা উপকরণ বিতরণ করেছে দুদক। গতকাল প্রতিষ্ঠানটির হল রুমে এ সংক্রান্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফরিদা খানম।
সভাপতিত্ব করেন দুদক চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আবুল হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ফরিদা খানম দুদক কর্তৃক মাধ্যমিক পর্যায়ে অধ্যয়নরত ৯৫৬ জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে দুর্নীতিবিরোধী স্লোগান সম্বলিত শিক্ষা উপকরণ বিতরণে ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে অন্যান্য বক্তরা দুর্নীতি প্রতিরোধে দুদকের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন এবং শিক্ষার্থীদের জীবনের সব পর্যায়ে দুর্নীতি প্রতিরোধে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান। সভাপতির বক্তব্যে মো. আবুল হোসেন বলেন, দুদকের পাশাপাশি সমাজের সর্বস্তরে দুর্নীতি প্রতিরোধে নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় দুদক শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে দুর্নীতিবিরোধী স্লোগান সম্বলিত শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম–১ এর উপ–পরিচালক মো. নাজমুচ্ছায়াদাত, জেলা শিক্ষা অফিসার উত্তম খীসা, প্রবর্তক সংঘ বাংলাদেশের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইন্দুনন্দন দত্ত ও প্রবর্তক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মনোজ কুমার দেব। অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন।