প্রতিষ্ঠাবার্ষিকীতে ইউনেস্কো ক্লাব চট্টগ্রাম বিভাগের আলোচনা সভা

| বুধবার , ৬ নভেম্বর, ২০২৪ at ১০:৪৪ পূর্বাহ্ণ

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইউনেস্কো ক্লাব চট্টগ্রাম বিভাগের উদ্যোগে গত ৪ নভেম্বর বিভিন্ন কর্মসূচি উদযাপিত হয়েছে। এর মধ্যে ছিল শিক্ষার্র্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, সেবামূলক কর্মতৎপরতা ও আলোচনা সভা। ইউনেস্কো ক্লাব চট্টগ্রাম বিভাগের সভাপতি কামাল মোস্তফা চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক কবি রাশেদ রউফ। আলোচনায় অংশ নেন সাধারণ সম্পাদক রফিকুল হাসান মিনু, সহসভাপতি তসলিম উদ্দিন আহমদ, নীল রতন দাশগুপ্ত, হাবীব মহিউদ্দিন, নাজমুল হাসান খান, জুনায়েদ আহমেদ চৌধুরী, কবি সঞ্চয় কুমার দাশ, আবদুল হান্নান মিয়া, সাংবাদিক সিরাজুল করিম মানিক, অধ্যাপক নিশাত হাসিনা শিরিন, কাজী ইকবাল ইমাম, মাসফিক উল হাসান, কবি সারাফ নাওয়ার প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশে ইউনেস্কোর কার্যক্রম বিশেষ প্রশংসার দাবি রাখে। এদেশের মানুষের কাছে ইউনেস্কোর জনপ্রিয়তার কারণ অনেক। আমাদের মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রীয় মর্যাদায় প্রতিষ্ঠার রক্তাক্ত সংগ্রামের স্মারক মহান একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দানকারী এবং বিশ্বের ৬ হাজার ভাষাকে অবলুপ্তির হাত থেকে রক্ষাকারী ইউনেস্কো অব্যাহতভাবে তার কর্মকাণ্ডের দিগন্তকে সমপ্রসারিত করে চলেছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএবারের জাতীয় ক্রিকেট লিগে প্রথম পয়েন্ট পেল চট্টগ্রাম
পরবর্তী নিবন্ধডায়মন্ড সিমেন্ট-নিসচা বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়