এবারের জাতীয় ক্রিকেট লিগে প্রথম পয়েন্ট পেল চট্টগ্রাম

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ৬ নভেম্বর, ২০২৪ at ১০:৩৫ পূর্বাহ্ণ

জাতীয় ক্রিকেট লিগের এবারের আসরের তৃতীয় রাউন্ড শেষ হলো গতকাল। কক্সবাজারে তৃতীয় রাউন্ডের ম্যাচে চট্টগ্রাম বিভাগীয় দল ড্র করেছে ঢাকা বিভাগীয় দলের সাথে। আর এই ড্রয়ের ফলে এবারের জাতীয় ক্রিকেট লিগে প্রথম পয়েন্ট পেল চট্টগ্রাম। আগের দুই রাউন্ডের দুটিতেই হেরেছিল চট্টগ্রাম। ব্যাটসম্যানদের দাপটের এই ম্যাচে চট্টগ্রাম বিভাগীয় দল প্রথম ইনিংসে করেছিল ৩৭১ রান। জবাবে ঢাকা বিভাগীয় দল আরো দাপটের সাথে ব্যাট করে। তারা প্রথম ইনিংসে সংগ্রহ করে ৪০১ রান। ৩০ রানে পিছিয়ে থাকা চট্টগ্রাম বিভাগীয় দল দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে করে ১২৪ রান। আর তাতেই ম্যাচটি ড্র হয়ে যায়। এই ম্যাচে সবচাইতে হতভাগা হচ্ছে ঢাকা বিভাগীয় দলের মাহিদুল ইসলাম অংকন। মাত্র এক রানের জন্য সেঞ্চুরিটা পাওয়া হলোনা এই উইকেট রক্ষক ব্যাটারের। আগের দিন ৯৯ রানে অপরাজিত ছিলেন অংকন। কিন্তু গতকাল কোন রান না করেই আউট হয়ে যান। আর তাতেই হতাশায় পুড়তে হয় তাকে।

আগের দিনের ৪ উইকেটে ২৮১ রান নিয়ে গতকাল শেষ দিনের খেলা শুরু করে ঢাকা বিভাগের দুই অপরাজিত ব্যাটার মাহিদুল ইসলাম অংকন এবং তাইবুর রহমান পারভেজ। কিন্তু গতকাল দিনের দ্বিতীয় বলেই আউট হয়ে যান অংকন। আহমেদ হোসেনের বলে পারভেজ হোসেন ইমনের হাতে ক্যাচ দেন অংকন। ফলে সেঞ্চুরি না পাওয়ার হতাশা নিয়ে ফিরতে হয় এই তরুন ব্যাটারকে। ইরফান হোসেনের বলে শুভাগত হোম ফিরেন মাত্র ১ রান করে। এরপর তাইবুর এবং সুমন খান মিলে ৪৯ রান যোগ করেন। ১৫৪ বলে ৬১ রান করে ফিরেন তাইবুর। শেষের দিকে সুমন খান, নাজমুল ইসলাম এবং রিপন মন্ডল মিলে দলের রানকে ৪০১ পর্যন্ত নিয়ে যান। সুমন খান করেন ৬৮ বলে ৩২ রান। এছাড়া নাজমুল ৮১ বলে ২৬ এবং রিপন মন্ডল ৭৩ বলে করেন ২৮ রান। চট্টগ্রাম বিভাগের পক্ষে ৩টি করে উইকেট নিয়েছেন ইফরান হোসেন, হাসান মুরাদ এবং নাঈম হাসান। একটি উইকেট নিয়েছেন আহমেদ শরীফ।

প্রথম ইনিংসে ৩০ রানে পিছিয়ে থাকা চট্টগ্রাম দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা ভালই করেছিল। দুই ওপেনার সাব্বির এবং ইমন মিলে ৪৯ রান যোগ করেন। ১৯ রান করে ফিরেন সাব্বির। এরপর দলকে ৭০ রানে পৌছে দিয়ে ফিরেন ইমন। ফেরার আগে ৪০ বলে ৩৯ রান করে আসেন এই ওপেনার। তবে এরপর দ্রুত প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান রিপন এবং ইরফান শুক্কুর ফিরে এলে চাপে পড়ে চট্টগ্রাম। কিন্তু সে চাপকে আর বড় হতে দেননি নাঈম হাসান এবং শামীম হোসেন। দুজন মিলে দিনের বাকি সময়টা পার করে দেন নির্বিঘ্নে। শেষ পর্যন্ত ৪ উইকেটে ১২৪ রান করলে ম্যাচটি ড্র ঘোষনা করা হয়। নাঈম ২৪ এবং শামীম ১৯ রানে অপরাজিত থাকেন। ঢাকা বিভাগের পক্ষে ২টি উইকেট নিয়েছেন আনামুল হক। একটি করে উইকেট নিয়েছেন শুভাগত এবং নাজমুল ইসলাম। প্রথম ইনিংসে দারুণ এক সেঞ্চুরি করে ম্যাচ সেরা হয়েছেন চট্টগ্রাম বিভাগীয় দলের সাজ্জাদুল হক রিপন।

পূর্ববর্তী নিবন্ধসালাউদ্দিনকে জাতীয় দলের সহকারী কোচ করলো বিসিবি
পরবর্তী নিবন্ধপ্রতিষ্ঠাবার্ষিকীতে ইউনেস্কো ক্লাব চট্টগ্রাম বিভাগের আলোচনা সভা