মহানগর নির্মাণ শ্রমিক দলের সাধারণ সভা

| বুধবার , ৬ নভেম্বর, ২০২৪ at ১০:২৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর নির্মাণ শ্রমিক দলের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেল ৩টায় নগরীর কাজীর দেউড়ী নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় শ্রমিক সম্পাদক, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা এ এম নাজিম উদ্দিন।

এ সময় তিনি বলেন, নির্মাণ শ্রমিকরা উন্নয়নের কারিগর, দেশ নির্মাণের ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শ্রমিকদের ভূমিকা তাৎপর্য বহন করে। জাতীয়তাবাদী শ্রমিক দল নির্মাণ শ্রমিকদের দাবি আদায় করে অধিকার প্রতিষ্ঠার স্বার্থে যা যা করার দরকার আমরা তা করতে প্রস্তুত। তার জন্য আপনাদের ঐক্যবদ্ধ হয়ে শক্তি সঞ্চয় করতে হবে।

প্রধান বক্তা মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ বলেন, শ্রমিকদের দাবি আদায়ের জন্য শহীদ জিয়াউর রহমান শ্রমিক দল প্রতিষ্ঠা করে একটি সুযোগ সৃষ্টি করেছেন। আমরা শ্রমিকদের যেকোনো দাবির প্রতি একমত পোষণ করছি এবং দাবি আদায়ের জন্য আপনাদের পাশে অতীতে ছিলাম আগামীতেও থাকবো।

এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর নির্মাণ শ্রমিক দলের সভাপতি হাসিবুর রহমান বিপ্লব। সাধারণ সম্পাদক মিঠু ইসলামের সঞ্চালনায় পর্যবেক্ষণ ছিলেন শ্রম দপ্তরের প্রতিনিধি রিজোয়ানুর রহমান।

এতে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি ইদ্রিস মিয়া, সহসভাপতি মোতালেব চৌধুরী, শাহনেওয়া চৌধুরী, আনোয়ারুল আজিম সবুজ, মোহাম্মদ আলী, আবু বক্কর সিদ্দিক, মো. রফিকুল ইসলাম, অপু সিং, নুরন্নবী, মো. বেলাল, আব্দুর রহমান, শহীদুল্লাহ প্রমুখ।

সভাশেষে নুর আহমদ সড়ক হয়ে কাজীর দেউড়ী চত্বরে গিয়ে র‌্যালি করে সাধারণ সভার কার্যক্রম সমাপ্তি ঘোষণা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিএফইউজের সাবেক নেতা মোল্লা জালাল কারাগারে
পরবর্তী নিবন্ধকে. ডি. প্রভাতী ক্লাব ফুটবল টুর্নামেন্টে ইছামতীর জয়