দুই দোকান মালিককে আর্থিক দন্ড

বাজারে অভিযান 

হাটহাজারী প্রতিনিধি | বুধবার , ৬ নভেম্বর, ২০২৪ at ১০:২৬ পূর্বাহ্ণ

হাটহাজারীতে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করে ভোক্তা অধিকার আইনে ২ দোকান মালিককে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দশ হাজার টাকা আর্থিক দন্ড প্রদান করা হয়েছে।গতকাল মঙ্গলবার পৌরসদর বাজারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার শারমীনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।অভিযান পরিচালনার সময় বাজারের বিভিন্ন দোকানে পণ্যের মূল্যতালিকা প্রদর্শিত না থাকা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সংশ্লিষ্ট ধারায় ২টি মামলায় দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে তা ডিসিআরের মাধ্যমে আদায় করা হয়। অভিযান পরিচালনার সময় হাটহাজারী মডেল থানা পুলিশ একটি টিম এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ সহযোগিতা করেন।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) লুৎফুন নাহার শারমীন অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধআহতদের চিকিৎসায় বাংলাদেশে ২ ব্রিটিশ চিকিৎসক
পরবর্তী নিবন্ধপিলখানা হত্যার পুনঃতদন্তে কেন কমিশন নয়, হাই কোর্টের রুল