প্রায় ১ মাস বন্ধ থাকার পর খুলেছে খাগড়াছড়ির সকল পর্যটন কেন্দ্র। গতকাল মঙ্গলবার সকাল থেকে আলুটিলা, রিছাং ঝরনা, মায়াবিনী লেক, জেলা পরিষদ পার্কসহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে ভ্রমণ করছে পর্যটকরা। ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয়ায় স্বস্তি ফিরেছে পর্যটন খাত সংশ্লিষ্টদের।
এর আগে গত ১৯ ও ২০ সেপ্টেম্বর খাগড়াছড়ি ও রাঙামাটিতে সহিংসতার জেরে ৮ অক্টোবর খাগড়াছড়িসহ তিন পার্বত্য জেলার সকল পর্যটন কেন্দ্রে ভ্রমণ থেকে বিরত থাকার অনুরোধ জানায় প্রশাসন।
আলুটিলায় বেড়াতে আসা পর্যটক আব্দুল বাতেন, জহির খান ও রাশেদ বলেন, আমরা নওগাঁ থেকে এসেছি। আমাদের সিলেট যাওয়ার কথা ছিল। পরে শুনলাম খাগড়াছড়িতে ভ্রমণ নিষেধাজ্ঞা উঠে গেছে। আজকে খাগড়াছড়িতে বেড়াব। কালকে সকালে রাঙামাটি হয়ে পরশুদিন বান্দরবান। পাহাড়ে বেড়াতে পেরে ভালো লাগছে।
পর্যটন কেন্দ্র উন্মুক্ত করার সিন্ধান্তকে স্বাগত জানিয়েছে খাগড়াছড়ি আবাসিক হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক অনন্ত বিকাশ ত্রিপুরা। তিনি বলেন, এখানকার পর্যটন খাতের সাথে অনেক মানুষের জীবন–জীবিকা জড়িত। পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভ্রমণ বন্ধ থাকায় এখাতে অনেকে বেকার হয়ে পরেছে। পর্যটন চালু হওয়ায় খাত সংশ্লিষ্টদের মাঝে স্বস্তি ফিরেছে।
খাগড়াছড়ির প্রধান পর্যটন কেন্দ্রের টিকেট কাউন্টারের দায়িত্বে থাকা কোকোনাথ ত্রিপুরা বলেন, মঙ্গলবার (গতকাল) সকাল থেকে আলুটিলায় পর্যটকেরা প্রবেশ করছে। সকালে পর্যটকের চাপ কিছুটা কম ছিল। বিকেলে বেড়েছে। সারা দিনে ৫ শতাধিক পর্যটক ভ্রমণ করেছে। ছুটির দিনগুলিতে এই সংখ্যা আরো বাড়বে।
খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বলেন, আজ (মঙ্গলবার) খাগড়াছড়ি জেলার সকল পর্যটনকেন্দ্র পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। সকল পর্যটন কেন্দ্রে ভ্রমণ করা যাবে।