তিনি একজন অর্থনীতিবিদ। ক্ষুদ্র ঋণ কমসুচি আবিস্কার করে তিনি বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। কিন্তু তার মেধা কেবলই তিনি অর্থনীতির মধ্যে সীমাবদ্ধ রাখেনি। ব্রাজিলের রিও অলিম্পিক থেকে প্যারিস অলিম্পিক পর্যন্ত তিনি দিয়েছেন নতুন নতুন ফর্মুলা। যা বেশ সমাদৃত হয়েছে অলিম্পিকের মত গ্রেটেস্ট শো অন দ্যা আর্থে। এবার দেশের ঘরোয়া ক্রিকেটের সবচাইতে বড় ফ্রাঞ্জাইজি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কে নতুনভাবে পরিচিত করতে চান। এরই মধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিবিএল) জৌলুশ হারিয়েছে অনেক আগেই। এখন আর বিদেশি বড় তারকাদের পাওয়া যায় না নিয়মিত। নেই উন্নত প্রযুক্তির ব্যবহার। মাঠের প্রতিদ্বন্দ্বিতাও নেই আগের মতো। ফলে দর্শক আগ্রহও কমে গেছে। তবে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টি–টোয়েন্টি টুর্নামেন্টটিকে ঘিরে এবার ভিন্ন কিছু করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অতীতের সব অনিয়ম ও অব্যবস্থাপনা দূর করে নতুন বোর্ড সভাপতি ফারুক আহমেদের নেতৃত্বে বিপিএলকে ঢেলে সাজাতে চায় দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
বিপিএল নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন খোদ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি এবারের আসরটির পরিকল্পনা ও নকশায় সরাসরি যুক্ত রয়েছেন। তিনি স্বপ্রণোদিত হয়ে বিপিএলকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছেন। যার অংশ হিসেবে প্রধান উপদেষ্টা নিজে আসরের প্রধান সঙ্গীনের জন্য দুটি লাইনও লিখেছেন বলে জানা গেছে। এবারের বিপিএল দিয়ে তাক লাগিয়ে দিতে চায় বিসিবি। মাঠের বাইরেও এবারের আসরে বসবে তারকাদের মেলা। যেখানে উপস্থিত থাকার কথা রয়েছে ড. ইউনূসের মতো বিশ্বব্যক্তিত্বের। থাকবে অভিনব সব আয়োজন। প্রচারের অংশ হিসেবে কনসার্টসহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হবে। বিসিবি তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে জানিয়েছে, বিপিএলের ১১তম আসরকে সুন্দরভাবে আয়োজন করার জন্য বোর্ড কর্মকর্তাদের সঙ্গে গত রোববার বিশেষ বৈঠকে বসেছিলেন ফারুক আহমেদ। বিপিএলকে কীভাবে জমজমাট আসরে পরিণত করা যায় সে ব্যাপারে আলোচনা করেছেন তারা। বিসিবি আরও জানিয়েছে, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বোর্ডকে বিপিএল নিয়ে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন। নিয়মিত খোঁজখবর রাখছেন প্রধান উপদেষ্টাও। সবমিলিয়ে সরকারের নয়টি মন্ত্রণালয় এবারের বিপিএলে সরসরি সম্পৃক্ত থাকবে বলে জানা গেছে। আগামী ৩০ ডিসেম্বর শুরু হবে এবারের বিপিএল। আর টুর্নামেন্টের ফাইনাল হবে আগামী ৭ ফেব্রুয়ারি। এবারের বিপিএলে অংশ নিচ্ছে ৭টি দল। এই টুর্নামেন্টে পুরোপুরি ই–টিকিটের ব্যবস্থা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলগুলো এরই মধ্যে নিজেদের পছন্দমত ক্রিকেটারদের টেনে নিয়েছে। এখণ কেবল মাঠে নামার অপেক্ষায় দল গুলো।