শারজায় ঘাম ঝরানো অনুশীলন টাইগারদের

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ৫ নভেম্বর, ২০২৪ at ১০:০২ পূর্বাহ্ণ

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইট ওয়াশ হওয়ার পর একটুও ফরসুত নেই বাংলাদেশ দলের ক্রিকেটারদের। চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি পুরো পাঁচ দিন গড়ালে সেটা শেষ হতো গত ২ নভেম্বর। কিন্তু তিন দিনে শেষ হয়ে যাওয়ায় দুই দিন হাতে সময় পেয়েছে টাইগার ক্রিকেটাররা। এরপর ঘোষনা করা হয় আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতের শারজায় অনুষ্টেয় তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল। এরপর দুই গ্রুপে ভাগ হয়ে বাংলাদেশ দল যায় শারজায়। গতকাল পুরো দল এক হয়ে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনে নামে। পুরো তিন ঘন্টার অনুশীলন সেশন করে টাইগাররা। যেখানে ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং সবকিছু অন্তর্ভূক্ত ছিল। আগামীকাল অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ওয়ানডে। পরের দুটি ওয়ানডে যথাক্রমে ৯ এবং ১১ নভেম্বর। সব গুলো ম্যাচই হবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে। সীমিত ওভারের ক্রিকেটে আফগানিস্তান বেশ সমীহ জাগানো দল। মাত্র কদিন হলো প্রথমবারের ইমার্জিং এশিয়া কাপের শিরোপা জিতে নিয়েছে আফগানরা। এছাড়াও সাম্প্রতিক সময়ে দক্ষিণ আফ্রিকার মত দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে ইতিহাস সৃষ্টি করেছে রশিদ খানের দল। তাই এই সিরিজে বাংলাদেশ দলকে কঠিন পরীক্ষা দিতে হবে আফগানদের বিপক্ষে সেটা একেবারেই পরিষ্কার। পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজ জয়ের পর ভারত এবং দক্ষিন আফ্রিকার বিপক্ষে সিরিজ দুটিতে একেবারে নাকানি চুবানি খেয়েছে বাংলাদেশ দল। দুটি সিরিজের হোয়াইট ওয়াশ হয়েছে টাইগাররা। শুধু যে হোয়াইট ওয়াশ হয়েছে তা কিন্তু না, বাংলাদেশ দলের ব্যাটিংয়ে বেশ দ্বৈন্যতার ছাপ স্পষ্ট হয়েছে। তাইতো সে ব্যাটিং দ্বৈন্যতা থেকে বেরিয়ে আসতে চাইছে বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে। এই সিরিজে বাংলাদেশ দল পাচ্ছেনা সাকিব আল হাসানকে। ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে দেশে আসতে না পারা সাকিব জানিয়ে দিয়েছেন তিনি খেলবেন না আফগানিস্তানের বিপক্ষে সিরিজে। তাই দলে সিনিয়র খেলোয়াড় বলতে রয়েছে কেবল মাহমুদউল্লাহ একজনই। লিটন দাশ দল থেকে ছিটকে পড়েছেন অসুস্থতার কারণে। তার জায়গায় নেওয়া হয়েছে জাকির হাসানকে। দলে ফিরেছেন সৌম্য সরকার। কিন্তু আফগানদের বিপক্ষে নিজেদের কতটা মেলে ধরতে পারবেন সেটা সময়ই বলে দেবে। তবে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, যিনি নিজেও রয়েছেন ফর্মহীনতায়, তিনি জানিয়েছেন আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি তারা জিততে চায়। দলের একটি কঠিন সময় গেলেও সেখান থেকে বেরিয়ে আসার সামর্থ্য তার দলের রয়েছে বলে মনে করছেন টাইগার দলপতি। তবে দলের কোচিং প্যানেল চেষ্টা করছেন দলের ব্যাটারদের রানে ফেরাতে। সে জণ্য হয়তো অনুশীলনেও ব্যাটারদের প্রতি ছিল আলাদা নজর।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় দলের অনুশীলনে ফিরলেন গোলকিপার জিকো
পরবর্তী নিবন্ধড. ইউনূসের পরামর্শে বিপিএলের নতুন রূপ দেখবে ক্রিকেট বিশ্ব