মেয়েদের নতুন এফটিপিতে ৬৯ ম্যাচ খেলবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ৫ নভেম্বর, ২০২৪ at ৯:৫৮ পূর্বাহ্ণ

মেয়েদের ক্রিকেটে ২০২৫২০২৯ সাল চক্রের এফটিপি (ফিউচার ট্যুরস প্রোগ্রাম) ঘোষণা করেছে আইসিসি। চার বছরে তিন ফরম্যাট মিলিয়ে ৪০০টিরও বেশি আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। যেখানে আইসিসি টুর্নামেন্ট ছাড়াও ওয়ানডেটিটোয়েন্টি মিলিয়ে ৬৯ ম্যাচ খেলবে বাংলাদেশ। নতুন চক্রের শুরুটা হবে ইংল্যান্ডদক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে। বাংলাদেশ প্রথম সিরিজটি খেলতে চলতি মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে। এরপর প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সফর করবে টাইগ্রেসরা। দুটি টিটোয়েন্টি বিশ্বকাপ (২০২৬ ও ২০২৮) ও একটি ওয়ানডে বিশ্বকাপের (২০২৫) পাশাপাশি এই চক্রে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়নস ট্রফি। ২০২৭ সালে শ্রীলংকায় অনুষ্ঠিতব্য টিটোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্টে অংশ নেবে ছয়টি দল। প্রথমবারের নারী চ্যাম্পিয়নশিপে ১১ দল অংশগ্রহণ করবে। নতুন দল হিসেবে যুক্ত হয়েছে জিম্বাবুয়ে। এছাড়া মেয়েদের প্রিমিয়ার লিগ (ভারতের ঘরোয়া টুর্নামেন্ট), বিগ ব্যাশ (অস্ট্রেলিয়া) ও দ্য হান্ড্রেডের জন্য আলাদা উইন্ডো বরাদ্দ রাখা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমিচেল স্টার্কের সাথে এবার যোগাযোগই করেনি কলকাতা
পরবর্তী নিবন্ধকে. ডি. প্রভাতী ক্লাব ফুটবল টুর্নামেন্টে ইছাখালীর ২য় জয়