খাগড়াছড়িতে নবীন সেনা সদস্যদের কুচকাওয়াজ

খাগড়াছড়ি প্রতিনিধি | মঙ্গলবার , ৫ নভেম্বর, ২০২৪ at ৯:৫৫ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির দীঘিনালায় নবীন সদস্যদের মৌলিক প্রশিক্ষণ শেষে ‘ সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ’ অনুষ্ঠিত হয়েছে। এসময় ৭শ৫৮ জন নবীন সদস্য শপথ গ্রহণ করেন। সেনাবাহিনীর নবীন সদস্যদের দেশের স্বাধীনতাসার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব পালনে সদাপ্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশন এবং চট্টগ্রামের এরিয়ার কমান্ডার মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান।

গতকাল সোমবার খাগড়াছড়ির দীঘিনালায় ফরমেশন এডহক রিক্রুট ট্রেনিং সেন্টারে সেনাবাহিনীর প্রধান কুচকাওয়াজ রিক্রুটের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এসময় তিনি সেনাবাহিনীর নবীন সদস্যদের ভালো মানুষ হওয়ার প্রত্যয় হৃদয়ে ধারণ করার অনুরোধ জানান।

রিক্রুট ব্যাচের ৭শ ৫৮ জন নবীন সদস্য ৩৬ সপ্তাহের কঠিন মৌলিক প্রশিক্ষণ শেষে সেনাবাহিনীতে যোগ দেন। প্রশিক্ষণ চলাকালীন বিভিন্ন ইভেন্টে সেরা নৈপুণ্য প্রদর্শন করার জন্য প্রধান অতিথি সেরা ৬ রিক্রুটদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এসময় খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান, উধ্বর্তন সামরিকবেসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধশ্বশুর বাড়ি বেড়াতে এসে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
পরবর্তী নিবন্ধমিচেল স্টার্কের সাথে এবার যোগাযোগই করেনি কলকাতা