ধোপাছড়িতে সেগুন কাঠসহ পিকআপ আটক

চন্দনাইশ প্রতিনিধি | মঙ্গলবার , ৫ নভেম্বর, ২০২৪ at ৯:৫৩ পূর্বাহ্ণ

চন্দনাইশের দুর্গম পাহাড়ি জনপথ ধোপাছড়ি ইউনিয়নের শঙ্খেরকুল গোলার পাহাড় এলাকায় সেগুন গোলকাঠসহ পিকআপ জব্দ করেছে বনবিভাগ। বনের সেগুন গাছ কেটে পাচারের সংবাদ গোপন সুত্রে পেয়ে গত রোববার বনবিভাগ দোহাজারী রেঞ্জের আওতাধীন সাঙ্গু বন বিট কর্মকর্তা সুদত্ত চাকমা ও বনরক্ষীরা গোলারপাহাড় তিন রাস্তার মোড় এলাকায় অভিযান চালায়। এসময় একটি পিকআপ ভর্তি করে ১৫ টুকরা সেগুন গোলকাঠ নিয়ে যাওয়ার সময় চালক অভিযান টের পেয়ে পিকআপ রেখে পালিয়ে যায়। দোহাজারী রেঞ্জের রেঞ্জার রেজাউল করিম জানান, রোববার দক্ষিণ বন বিভাগের দোহাজারী রেঞ্জের সাঙ্গু বন বিটের আওতাধীন গোলার পাহাড় তিন রাস্তার মোড় এলাকা হতে অবৈধভাবে পরিবহনকালে ১টি পিকআপ ও পিকআপে থাকা প্রায় ৩৫ ঘনফুট সেগুন গোলকাঠ জব্দ করা হয়। এব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়।

পূর্ববর্তী নিবন্ধরক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবসে লায়ন্স আই হসপিটালে আলোচনা সভা ও র‌্যালি
পরবর্তী নিবন্ধকিডনি রোগী কল্যাণ সংস্থার সমন্বয় সভা