মানবিক রাউজান বিনির্মাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান

মতবিনিময় সভায় গোলাম আকবর খোন্দকার

| মঙ্গলবার , ৫ নভেম্বর, ২০২৪ at ৯:৫০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার বলেছেন, বিএনপিতে সন্ত্রাস ও চাঁদাবাজির সাথে জড়িতদের কোনো স্থান নেই। সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান রয়েছে বিএনপির হাইকমান্ড। দীর্ঘ ১৭ বছর স্বৈরাচারী সরকারের কবলে দেশের সাধারণ জনগণসহ বিএনপির নেতা কর্মীরা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন। এজন্য স্বৈরাচারের পরিণতি বিশ্ববাসী দেখেছে। কী কারণে তাদের এ পরিণতি হয়েছে, বিএনপির প্রতিটি নেতাকর্মীদের তা মনে রাখতে হবে।

তিনি গতকাল বিকেলে রাউজান উপজেলা ও পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য গোলাম আকবর খোন্দকার সাম্য ও ন্যায় বিচারের ভিত্তিতে সুখী ও সমৃদ্ধশালী মানবিক রাউজান গঠন করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

রাউজান উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক জসীম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ হালিম। বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মোহাম্মদ জসিম। বক্তব্য রাখেন রাউজান পৌরসভা বিএনপির আহ্বায়ক আবু আহমেদ, এ্যাডভোকেট রফিকুল আলম, পৌরসভা বিএনপির সদস্য সচিব ইফতেখার উদ্দিন খাঁন, শফিউল আলম চৌধুরী, এইচ এম নুরুল হুদা, সামশুল হক বাবু, মোহাম্মদ এমদাদুল হক, মুরাদুল আলম, আইয়ুব খান জনি, সেলিম নুর, জি.এম মোর্শেদ চৌং, কমলেন্দু শীল, আব্দুল হক, এ্যাডভোকেট আবেদুর রহমান, আব্দুল মান্নান, মো. নাছির উদ্দিন, এন এ বাবুল, আওরঙ্গজেব সম্রাট, সারোয়ার হোসেন, রহিম উদ্দিন ওয়াসিম, মহিউদ্দিন চৌধুরী, নাঈম উদ্দিন মিনহাজ, মুরাদুর রহমান বাবর, মো. আকবর, শাকিল চৌধুরী, রাইহান উদ্দিন ইরফান, শাফায়েত রাকিব, দিদারুল আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরেড ক্রিসেন্ট সিটি ইউনিটের ভূমিকম্প ও অগ্নিনির্বাপণ মহড়া
পরবর্তী নিবন্ধরক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবসে লায়ন্স আই হসপিটালে আলোচনা সভা ও র‌্যালি