পটিয়া হুলাইন ছালেহ–নূর কলেজে পরিবেশ মানবাধিকার আন্দোলন–পমা আয়োজিত ‘প্রাণ–প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় করণীয়’ বিষয়ে শিক্ষার্থী সংলাপে আমিনুর রশীদ কাদেরী প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, জেন–জি’র শিক্ষার্থীদের নেতৃত্বে ৩৬ জুলাই বিপ্লব হয়েছে। সে বিপ্লবের মূখ্য উদ্দেশ্য একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ। কিন্তু প্রাণ–প্রকৃতি ও পরিবেশ বিপর্যয় রোধ না করে সে উদ্দেশ্য পূরণ সম্ভব নয়। আর একটি সুন্দর পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে শিক্ষার্থীরা।
গতকাল সোমবার হুলাইন ছালেহ–নূর কলেজ মিলনায়তনে অধ্যক্ষ মো. আবু তাহেরের সভাপতিত্বে ও অধ্যক্ষ বদরুল হাসান টিটুর সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষার্থী–সংলাপে বিশেষ অতিথি ছিলেন মুহাম্মদ মুসা খান। পমা’র সাধারণ সম্পাদক আবসার মাহফুজের স্বাগত বক্তব্যে সূচিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন অধ্যাপক আজম খান ও সহকারী অধ্যাপক উম্মে ফাতেমা।
অধ্যক্ষ মো. আবু তাহের বলেন, আমাদের সুস্থভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজন দূষণমুক্ত নিরাপদ পরিবেশ। পরিবেশ দূষণ ও দূষণরোধে নিজেদের সচেতনতা ও দায়িত্ববোধ খুবই গুরুত্বপূর্ণ।
কোন একক ব্যক্তি বা সংগঠনের পক্ষে অনেক সমস্যা সমাধান করা সম্ভব নয়। এ জন্য প্রয়োজন ধারাবাহিক সম্মিলিত প্রচেষ্টা। এ ক্ষেত্রে শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা প্রয়োজন। প্রেস বিজ্ঞপ্তি।