শিল্পকলায় নাটক বন্ধ নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ব্যাখ্যা

| মঙ্গলবার , ৫ নভেম্বর, ২০২৪ at ৯:০৫ পূর্বাহ্ণ

প্রধান উপদেষ্টার প্রেস উইং সোমবার গত শনিবার সন্ধ্যায় শিল্পকলায় ‘নিত্যপূরাণ’ নাটক বন্ধ হওয়ায় ঘটনার ব্যাখ্যা দিয়েছে। প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, গত শনিবার জাতীয় নাট্যশালা মিলনায়তনে ‘দেশ নাটক’ প্রযোজিত নাটক ‘নিত্যপুরাণ’ মঞ্চায়নের সময় এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়। বিক্ষোভকারীদের নির্বৃত্ত করার লক্ষ্যে ফ্যাসিস্ট সরকার যেভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনতার মুখোমুখি দাঁড় করিয়ে দিত, সে প্রক্রিয়ায় না গিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের জন্য শিল্পকলা একাডেমি একাধিকবার উদ্যোগ নেয়। খবর বাসসের।

কিন্তু বিক্ষোভকারীরা ক্ষান্ত হয়নি। বরং তাদের সংখ্যা বেড়ে গেলে উত্তেজনা আরও বৃদ্ধি পায়। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবার উপক্রম হয়। তখন অভিনয়শিল্পী ও দর্শকদের নিরাপত্তার কথা ভেবে ‘দেশ’ নাটকের সদস্যদের সঙ্গে কথা বলে দর্শকের কাছে দুঃখপ্রকাশ করে প্রদর্শনী বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু গত ৩ নভেম্বর ২০২৪ তারিখে দেশের কয়েকটি দৈনিক পত্রিকায় ‘শিল্পকলায় নাটকের প্রদর্শনী বন্ধের ঘটনা সমর্থন করে না সরকার’ শিরোনামে খবর প্রকাশিত হয়েছে, যেখানে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের মূল বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসোহেল তাজকে প্রধান উপদেষ্টার ফোন
পরবর্তী নিবন্ধইছামতী নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি