হাটহাজারীতে কৃষকলীগ নেতা গ্রেফতার

হাটহাজারী প্রতিনিধি | সোমবার , ৪ নভেম্বর, ২০২৪ at ১১:০৪ অপরাহ্ণ

হাটহাজারীতে মো. আব্দুস সালাম (৪৫) নামের এক কৃষকলীগ নেতাকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।

সোমবার (০৪) বেলা সাড়ে এগারটার দিকে হাটহাজারী পৌরসভার কাচারি সড়ক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আব্দুস সালাম উপজেলার ৩নং মির্জাপুর ইউয়নিয়নের কালাবাদশা পাাড়ার মৃত ডাঃ শামসুল আলমের পুত্র। সে ওই ইউনিয়নের কৃষকলীগের সাধারণ সম্পাদক এবং মির্জাপুর জয়নুল উলুম আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক।

থানা ও স্থানীয় সূত্র জানায়, গ্রেফতার কৃষকলীগ নেতা আব্দুস সালামকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা দুটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

জানতে চাইলে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে দৈনিক আজাদীকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আব্দুস সালামকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় নাগরদোলায় চড়তে গিয়ে প্রাণ গেল কিশোরের
পরবর্তী নিবন্ধসাবেক মন্ত্রী, এমপি ও মেয়রসহ ২৬৫ জনের বিরুদ্ধে সদরঘাট থানায় মামলা