জাতীয় ক্রিকেট লিগের এবারের আসরের শুরুটা মোটেও ভাল হয়নি চট্টগ্রাম বিভাগীয় দলের। এরই মধ্যে দুই ম্যাচে খেলে দুটিতেই হেরেছে। তবে তৃতীয় রাউন্ডে এসে যেন স্বরূপে ফিরতে যাচ্ছে চট্টগ্রাম। তৃতীয় রাউন্ডের প্রথম দিনেই দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন চট্টগ্রামের ছেলে সাজ্জাদুল হক রিপন। আর তাতে প্রথম দিনেই ৩৭১ রান তুলে নিয়েছে চট্টগ্রাম তাদের প্রথম ইনিংসে। কক্সবাজারের একাডেমি মাঠে চট্টগ্রাম বিভাগের মুখোমুখি হয়েছে ঢাকা বিভাগ। প্রথমে ব্যাট করতে নেমে ৩৭১ রানে অলআউট হয়েছে চট্টগ্রাম। জবাবে নিজেদের প্রথম ইনিংসে কোনো উইকেট না হারিয়ে ২২ রান করেছে ঢাকা। এ ম্যাচে চট্টগ্রামের হয়ে দারুণ খেলা পারভেজ হোসেন ইমন ৯৫ রানে হয়েছেন রান আউট। তবে সেঞ্চুরি তুলে নিয়েছেন সাজ্জাদুল হক রিপন। ১৮৫ বল খেলে ১৪ চার ও ৫ ছক্কায় ১৩৯ রান করেছেন তিনি। ঢাকার হয়ে দুটি করে উইকেট নিয়েছেন রিপন মন্ডল, এনামুল হক ও শুভাগত হোম।
সকালে টসে জিতে চট্টগ্রামকে ব্যাট করার আমন্ত্রণ জানায় ঢাকার অধিনায়ক। কিন্তু শুরুটা মোটেও ভাল হয়নি চট্টগ্রামে। দলের খাতায় ৫ রান যোগ হতেই ফিরেন সাব্বির হাসান। মাত্র ১ রান করে রান আউটের ফাঁদে পড়েন তিনি। এরপর জুটি গড়েন পারভেজ হোসেন ইমন এবং সাজ্জাদুল হক রিপন। দ্বিতীয় উইকেটে দুজন মিলে যোগ করেন ২২১ রান। আর তাতে মনে হচ্ছিল রানের পাহাড়ে চড়বে চট্টগ্রাম। যদিও এই জুটি ভাঙ্গার পর খুব বেশি বড় করতে পারেনি চট্টগ্রাম তাদের ইনিংস। নিজের সেঞ্চুরি থেকে ৫ রান দুরে থাকতে আউট হন ইমন। রান আউটের খারায় কাটা পড়েন তিনি। ১৪৪ বলে ৯টি চার এবং ২টি ছক্কার সাহায্যে ৯৫ রান করে ফিরেন ইমন। এরপর তৃতীয় উইকেটে অধিনায়ক শাহাদাত হোসেন দিপুকে নিয়ে ৩৪ রান যোগ করেন রিপন। রিপন মন্ডলের বলে বোল্ড হয়ে ফিরেন রিপন। তবে ফেরার আগে ১৮৫ বলে ১৪টি চার এবং ৫টি ছক্কার সাহায্যে ১৩৯ রান করে আসেন রিপন। প্রথশ শ্রেনীর ক্রিকেটে এপি রিপনের প্রথম সেঞ্চুরি। চতুর্থ উইকেটে শাহাদাত হোসেন এবং শামীম হোসেন মিলে যোগ করেন আরো ৩৫ রান। অধিনায়ক শাহাদাত ফিরেন ৫২ বলে ৩১ রান করে। এরপর শামীম এবং নাঈম হাসান মিলে যোগ করেন ৩৬ রান। ৪১ বলে ৩৬ রান করে শুভাগত হোমের বলে মোসাদ্দেক হোসেন সৈকতের হাতে ক্যাচ দিয়ে ফিরেন শামীম। পরের ব্যটাররা আর বড় কোন ইনিংস খেলতে পারেননি। ফলে দারুন শুরুর পরও নিজেদের ইনিংসটাকে চারশ পার করতে পারেনি চট্টগ্রাম। থেমেছে ৩৭১ রানে। শেষ দিকে আহমেদ হোসেন ১৮ এবং ইফরান হোসেন করেন ১০ রান। ঢাকা বিভাগের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেণ রিপন মন্ডল, আনামুল হক এবং শুভাগত হোম। শিষ বিকেলে জবাবে ব্যাট করতে নেমে ঢাকা বিভাগ ৬ ওভার খেলার সুযোগ পেয়েছে। আর সে ৬ ওভারে কোন উইকেট না হারিয়ে করেছে ২২ রান। ১৬ বলে ১৩ রান অপরাজিত রয়েছেন আশিকুর রহমান শিবলি। এখনো ৩৪৯ রানে পিছিয়ে ঢাকা বিভাগীয় দল। আজ দ্বিতীয় দিনে নতুন করেই যেন শুরু করবে ঢাকা বিভাগীয় দল। ব্যাটাররা তাদের কাজটা করেছে। এখন বোলাররা কতটা তাদের কাজটা করতে পারে সেটাই এখন দেখার বিষয়।