নিষ্পাপ অটিজম ফাউন্ডেশনের উদ্যোগে সম্প্রতি নিষ্পাপ অটিজম স্কুলের বিশেষ চাহিদা সম্পন্ন এনডিডি ছাত্রছাত্রীদের জন্য বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা স্বাস্থ্য সেবা ক্যাম্প আয়োজন করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করেন মেরিন সিটি মেডিকেল কলেজ এন্ড হসপিটালের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. বাসনা মুহুরী, ইএনটি এবং হেড নেক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. সুমন কর, চট্টগ্রাম মেডিকেল কলেজ ওরাল এন্ড ম্যাঙিলোফেসিয়াল সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. মোরশেদ আলম। স্বাস্থ্য সেবা ক্যাম্পে মোট ৭৪ জন বিশেষ শিশু (এনডিডি) স্বাস্থ্য সেবা গ্রহণ করে।
ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক অধ্যাপক টিংকু চৌধুরীর সঞ্চালনায় ও নিষ্পাপ সভাপতি অধ্যাপক ডা. বাসনা মুহুরীর সভাপতিত্বে উক্ত স্বাস্থ্য সেবা ক্যাম্প উদ্বোধন করেন পিএইচপি ফ্যামিলির পরিচালক জহিরুল ইসলাম রিংকু ও ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী ঝুলন কুমার দাশ। ফাউন্ডেশনের উন্নয়নমূলক কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে সভায় অভিভাবক ও অতিথিদের উদ্দ্যেশ্যে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের অধ্যক্ষ সোমা চক্রবর্তী। প্রেস বিজ্ঞপ্তি।