শিক্ষা আমাদের অধিকার, কারো কাছে চেয়ে নেওয়ার বিষয় নয়

হাটহাজারীতে উপদেষ্টা ফারুক-ই-আজম

| সোমবার , ৪ নভেম্বর, ২০২৪ at ৮:১৫ পূর্বাহ্ণ

অন্তর্বর্তী সরকারের দুর্যোগ ও ত্রাণ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকআজম বীর প্রতীক বলেছেন, উপযুক্ত শিক্ষার অভাবে আমরা ক্রমশই পিছিয়ে পড়ছি। গতকাল রোববার বেলা একটার দিকে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের গুল মোহাম্মদ চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। তিনি বলেন, শিক্ষা আমাদের অধিকার, এটা কারো কাছে চেয়ে নেয়ার বিষয় নয়। এটা রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্র দিতে পারছে না বলে নানা উদ্যোগ আয়োজনে ব্যক্তি পর্যায়ে, সামষ্টিক পর্যায়ে নানা রকম শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। লক্ষ্য হচ্ছেজাতিকে শিক্ষিত করে গড়ে তোলা। সে অভিযাত্রায় আপনারা শামিল হয়েছেন। এলাকার কল্যাণ চেতনায় উদ্বুদ্ধ হয়ে এই স্কুলের সৃষ্টি হয়েছে। এটা শুধুমাত্র আমাদের বাড়ির জন্য নয়, এটা পুরো এলাকার জন্য। তবে স্কুলটির প্রতিষ্ঠার জন্য জায়গাটি গুল মোহাম্মদ চৌধুরী দিয়েছেন তাই তাঁর নামে স্কুলটির নামকরণ করা হয়েছে।

চমেকের প্রফেসর ডা. মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং মুজিবুর রহমান চৌধুরীর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন মোরশেদুল ইসলাম চৌধুরী, আবুল হোসেনজেবুন্নেছা ট্রাস্টের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, দিদারুল আলম চৌধুরী, সৈয়দ মেম্বার, এমরান হোসেন, আবদুল লতিফ সিদ্দিকী, মাহবুব আলম, প্যানেল চেয়ারম্যান শফিউল আজম, ডা. মাহবুবুল আলম চৌধুরী, চবির হিসাব বিজ্ঞানের চেয়ারম্যান ড. মো. সেলিম উদ্দিন, বিসিবির পরিচালক মঞ্জুরুল আলম মঞ্জু, বিসিবির পরিচালক আকরাম খান, ডা. নেজাম মোর্শেদ চৌধুরী, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান রেজাউল করিম, সাবিনা আকরাম। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি), মডেল থানার ওসি মো. হাবিবুর রহমান, উপজেলা এলজিইডি প্রকৌশলী জয়শ্রী দে, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোজিনা ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, সহকারী অধ্যাপক ডা. সালাউদ্দিন সিদ্দিকী উজ্জল প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিএনপিকে বাদ দিয়ে কিছু করার চেষ্টা করবেন না : ফখরুল
পরবর্তী নিবন্ধ৭৮৬