জাতীয় পতাকা অবমাননার অভিযোগে গ্রেপ্তার দুই যুবকের জামিন নামঞ্জুর

আজাদী প্রতিবেদন | সোমবার , ৪ নভেম্বর, ২০২৪ at ৭:৫৭ পূর্বাহ্ণ

নগরীর কোতোয়ালী থানাধীন নিউ মার্কেট মোড়ে স্বাধীনতা স্তম্ভের ওপর গেরুয়া পতাকা তুলে দেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগে গ্রেপ্তার দুই যুবকের জামিন নামঞ্জুর করেছে আদালত। গতকাল চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক এ আদেশ দেন। এর আগে দুই যুবকের পক্ষে তাদের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন।

গত ৩০ অক্টোবর নগরীর সদরঘাট এলাকা থেকে রাজেশ ও হৃদয় নামের ওই দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। এর মধ্যে রাজেশ আলকরণ দোভাষ কলোনির মৃত শ্যামল চৌধুরীর ছেলে ও হৃদয় একই এলাকার অমল দাশের ছেলে।

দুই যুবকের আইনজীবী সুভাশিষ শর্মা আজাদীকে বলেন, দুই যুবকের পক্ষে আমরা জামিন চেয়ে আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করেন।

পুলিশ সূত্র জানায়, গত আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিউ মার্কেট মোড়ে স্বাধীনতার স্তম্ভে জাতীয় পতাকা উত্তোলন করে ছাত্র জনতা। একটি ভিডিওতে দেখা যায়, গত শুক্রবার কয়েকজন যুবক নিউ মার্কেট মোড়ের স্বাধীনতার স্তম্ভে জাতীয় পতাকার ওপরে গেরুয়া রঙের একটি পতাকা টাঙিয়ে দেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা বিতর্ক সৃষ্টি হয়।

পূর্ববর্তী নিবন্ধমেয়াদোত্তীর্ণ কেক, দধির পুরাতন স্টিকারের ওপর নতুন স্টিকার
পরবর্তী নিবন্ধ৩ বছর ধরে স্কুলে না গিয়েও বেতন তুলতেন আওয়ামী লীগ নেতা