মমতা পরিচালিত কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ ইউনিটের আওতায় মমতার সদস্যদের মাঝে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ উপকরণ বিতরণ ও আর্থিক প্রণোদনা প্রদান করা হয় সম্প্রতি। চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে এসব উপকরণ সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মমতার প্রধান নির্বাহী আলহাজ্ব রফিক আহামদ। উপস্থিত ছিলেন উপ–প্রধান নির্বাহী মো. ফারুক, মমতার এএলএফ ইউনিটের সহকারী পরিচালক, মমতার কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ অফিসারসহ অন্যান্য কর্মীবৃন্দ। পিকেএসএফ এর সহায়তায় মমতা কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ ইউনিটের কার্যক্রম পরিচালনা করছে। সদস্যদের মাঝে বিতরণকৃত উপকরণ সমুহের মধ্যে কৃষিতে উচ্চ মূল্যের ফল উৎপাদন, কোকো ডাস্ট মিডিয়ায় মানসম্পন্ন চারা উৎপাদন ও বিপণন, নেটের ছাওনি, সবজির বীজ,ফলের চারা, আর্থিক প্রণোদনা, প্রাণিসম্পদ খাতে মাংসের জন্য ব্রয়লার টাইপ পেকিন জাতের হাঁস পালন, হিলি মুরগী, পালনের উপকরণ (সাইনবোর্ড, জীবাণুনাশক, স্প্রে মেশিন, ভার্মিকম্পোস্ট, পাখিতাড়ুয়া, ডিম ফুটানোর নেস্ট, দেশি মুরগীর টিকাদান সিডিউল) এবং আর্থিক প্রনোদনা, মৎস্য খাতে জি–৩ রুই মাছ, উত্তম ব্যবস্থাপনায় অফ–ফ্লেভার মুক্ত পাঙ্গাস তেলাপিয়া, হাজামজা ও পরিত্যক্ত পুকুর সংস্কার, আধা–নিবিড় পদ্ধতিতে কার্প–ফ্যাটেনিং, সদস্যদের মাঝে মাছ চাষের উপকরণ ইত্যাদি। প্রেস বিজ্ঞপ্তি।