নেছারিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ জয়নুল আবেদীন জুবাইর বলেছেন, মুফতি নঈমউদ্দীন আলকাদেরী (রহ.) ছিলেন একজন খাঁটি নবীপ্রেমিক ও দ্বীনিসেবক। সুন্নীয়তের প্রতি তাঁর অকৃত্রিম দরদ ও মমত্ববোধ যুগ পরম্পরায় প্রজন্মকে প্রাণিত করবে। এদেশের সুফিবাদী ঘরানার আলেমদের মধ্যে আল্লামা নঈম উদ্দীন আলকাদেরী (রহ.) এর সাহসী ভূমিকা এক অনন্য দৃষ্টান্ত। সুন্নীয়ত বিরোধী অপশক্তির যে কোনো অনিয়ম–অসঙ্গতির বিরুদ্ধে তিনি সর্বদা ভূমিকায় অবতীর্ণ হতেন। আল্লামা নঈম উদ্দীন আলকাদেরী (র.) র ওরশ ও শাহ মোহসেন আউলিয়া তৈয়বিয়া সুন্নীয়া মাদরাসার সালানা জলসা উপলক্ষে গত ৩১ অক্টোবর মাহফিলে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাদ্রাসার সুপার কাজী মাওলানা জাকের হোছাইন আনছারীর সভাপতিত্বে মাহফিলে উদ্বোধক ছিলেন সমাজসেবক শেখ আহমদ। প্রধান অতিথি ছিলেন কুতিবদিয়া দরবারের শাহজাদা শাহ আবদুল করিম আল কুতুবী। স্বাগত বক্তব্য দেন, মাওলানা এ এম মঈন উদ্দিন চৌধুরী হালিম। বিশেষ অতিথি ছিলেন, স ম হামেদ হোছাইন, আমির আহমদ আনোয়ারী, অধ্যক্ষ আল্লামা সেলিম উদ্দিন আনোয়ারী। প্রধান বক্তা ছিলেন উপাধ্যক্ষ আব্দুল আজিজ আনোয়ারী। বিশেষ বক্তা ছিলেন, মাওলানা রেজাউল মোস্তফা তানভীর আল আজহারী, মাওলানা ফোরকান আশরাফী। সঞ্চালনা করেন, মাওলানা শাহজাহান ও মোহাম্মদ রায়হান। শেষে মিলাদ, কিয়াম ও আখেরী মুনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটে। প্রেস বিজ্ঞপ্তি।











