দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ইনসানিয়াত বিপ্লবের বিক্ষোভ

| রবিবার , ৩ নভেম্বর, ২০২৪ at ১০:৪৭ পূর্বাহ্ণ

জনগণের জানমালের নিরাপত্তাহীনতা, দেশের বিভিন্ন স্থানে খুন খারাবি, ডাকাতি, দ্রব্যমূল্যের অসহনীয় অগ্নিমূল্যে জনজীবনে চরম সংকটের ইনসানিয়াত বিপ্লব গতকাল ঢাকায় বিক্ষোভ সমাবেশ করেছে। প্রেসক্লাব প্রাঙ্গনে এ বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত।

বিক্ষোভ সমাবেশে আল্লামা ইমাম হায়াত অভিযোগ করেন, দেশে সর্বত্র খুন সন্ত্রাস ডাকাতি ও বিভিন্ন অপরাধ মারাত্মক আকার ধারণ করেছে। দেশের শিল্প কারখানা, ব্যবসাবাণিজ্য ধস নেমেছে। তিনি বলেন, খাদ্য দ্রব্যের অসহনীয় অগ্নিমূল্যে সীমিত আয়ের সংখ্যাগরিষ্ঠ জনগণের জীবন কঠিন সংকটে পড়ে গেছে। এগুলো অতিসত্ত্বর দমন করতে হবে। সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি পৌঁছে দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের স্বাস্থ্যক্যাম্প
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় মহাসড়ক ঘেঁষে বালুর স্তূপ