ইউএসটিসির ১৯৬তম সিন্ডিকেট সভা

| রবিবার , ৩ নভেম্বর, ২০২৪ at ১০:৩৯ পূর্বাহ্ণ

ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি চিটাগাং (ইউএসটিসি) এর ১৯৬তম সিন্ডিকেট সভা উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মানের সভাপতিত্বে গত ৩১১০২০২৪ইং তারিখে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর এম মহিউদ্দীন চৌধুরী, ট্রেজারার প্রফেসর ড. নুরুল আবছার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মাহবুবুর রহমান, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি অনুষদের ডিন ড. হেদায়েত উল্লাহ।

এছাড়া অনলাইনে সংযুক্ত ছিলেন বিশ্বব্যাংকের সিনিয়র এডুকেশন এডভাইজার ড. মোহাম্মদ মাহামুদুল হক, ইনস্টিটিউট অব এপ্লাইড হেলথ সায়েন্সের প্রফেসর ড. সফিউল হাসান, চবি আইন বিভাগের প্রফেসর ড, আব্দুল্লাহ আল ফারুখী, ভেটেরিনারি এবং এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের প্যাথোলজি ও প্যারাসিটোলজি বিভাগের অধ্যাপক ড. জোনায়েদ সিদ্দিকী এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) দিলীপ কুমার বড়ুয়া। সভায় বিগত সিন্ডিকেট সভার কার্যবিবরণী, গত ২৮০৯২০২৪ ও ২৬১০২০২৪ইং তারিখে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিল সভার কার্যবিবরণী এবং শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর নিয়োগ অনুমোদন করা হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে সন্তোষ প্রকাশ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে সবজি বোঝাই ট্রাক
পরবর্তী নিবন্ধপাঁচ বছর ধরে যেতে হয় না অফিসে, কিন্তু বেতন নেন ৮০ হাজার