ড. কুদরাত–এ–খুদা (১৯০০–১৯৭৭)। শিক্ষাবিদ ও বিজ্ঞানী। শিক্ষায় অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ১৯৭৬ খ্রিষ্টাব্দে একুশে পদক এবং ১৯৮৪ খ্রিষ্টাব্দে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে। ড. মুহম্মদ কুদরাত–এ–খুদা পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মাড়গ্রামে ১৯০০ খ্রিষ্টাব্দের ১ লা ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম খোন্দকার আবদুল মুকিত। ১৯১৮ খ্রিষ্টাব্দে সেই মাদ্রাসা থেকেই প্রথম বিভাগে ম্যাট্রিক পাস করেন। এরপর ভর্তি হলেন প্রেসিডেন্সি কলেজে। ১৯২৫ খ্রিষ্টাব্দে রসায়ন বিদ্যায় এমএসসি ডিগ্রি লাভ করলেন। রাষ্ট্রীয় বৃত্তি নিয়ে ডিএসসি করার জন্য লন্ডন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ডক্টর অব সায়েন্স (ডি.এসসি. ডিগ্রী) লাভ করার পর দেশে ফিরে আসেন। ১৯৩১ খ্রিষ্টাব্দে প্রেসিডেন্সি কলেজে শিক্ষক হিসাবে যোগদানের মাধ্যমে নিজের কর্মজীবন শুরু করেন। ১৯৩৬ খ্রিষ্টাব্দে তিনি এ কলেজে বিভাগীয় প্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। ১৯৪২ খ্রিষ্টাব্দে বাংলার প্রধানমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হক তাকে ইসলামিয়া কলেজে অধ্যক্ষ হিসেবে নিযুক্ত করেন এবং ১৯৪৬ খ্রিষ্টাব্দে প্রেসিডেন্সি কলেজে অধ্যক্ষ হিসাবে যোগদান করেন। ১৯৪৭ খ্রিষ্টাব্দে দেশ বিভাগের পর ড. কুদরাত–এ–খুদা পূর্ব পাকিস্তানে চলে আসেন এবং জনশিক্ষা পরিচালকের দায়িত্ব নেন (১৯৪৭–১৯৪৯)। অতঃপর তিনি পাকিস্তান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞান বিষয়ক উপদেষ্টা হিসাবে নিয়োজিত হন (১৯৫০–১৯৫৩)। ১৯৫৩–১৯৫৪ সাল পর্যন্ত পূর্ব পাকিস্তান মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং ১৯৫৫ থেকে ১৯৬৩ সাল পর্যন্ত পাকিস্তান বিজ্ঞান ও শিল্প গবেষণাগারসমূহের পরিচালক ছিলেন। অক্লান্ত পরিশ্রমে তিনি চট্টগ্রাম ও রাজশাহীতে গড়ে তুলেন বিজ্ঞান ও শিল্প গবেষণাগার। ১৯৬৩ খ্রিষ্টাব্দে চাকুরি থেকে অবসর নিয়ে পাকিস্তান কেন্দ্রীয় বাংলা উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত হন। বাংলাদেশের স্বাধীনতা লাভের পরে দেশের শিক্ষাব্যবস্থা পুনর্গঠনের জন্য যে শিক্ষাকমিশন গঠন করা হয় কুদরাত–এ–খুদা তার সভাপতি নির্বাচিত হন। বিজ্ঞান লেখক হিসেবেও তিনি দক্ষতার পরিচয় দিয়েছিলেন। তাঁর প্রকাশিত উল্লেখযোগ্য বইগুলো হচ্ছে– বিজ্ঞানের সরস কাহিনী, বিজ্ঞানের, বিচিত্র কাহিনী, বিজ্ঞানের সূচনা, জৈব–রসায়ন (৪ খণ্ড), পূর্ব–পাকিস্তানের, শিল্প সম্ভাবনা, পরমাণু পরিচিতি, বিজ্ঞানের পহেলা কথা, যুদ্ধোত্তর বাংলার, কৃষি ও শিল্প, বিচিত্র বিজ্ঞান, পবিত্র কোরআনের পূত কথা, অঙ্গারী জওয়ারা। ১৯৭৭ খ্রিষ্টাব্দের ৩ রা নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন।