দোহাজারীতে রেলের উচ্ছেদ অভিযানে ১৩ কোটি টাকার জমি উদ্ধার

চন্দনাইশ প্রতিনিধি | শনিবার , ২ নভেম্বর, ২০২৪ at ৭:১৫ অপরাহ্ণ

দোহাজারী রেলওয়ে পুরাতন স্টেশনের ময়দান এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালিত হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় পরিচালিত উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র সহকারী সচিব ও চট্টগ্রাম বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা চট্টগ্রাম দীপঙ্কর তঞ্চঙ্গা।

জানা যায়, বাংলাদেশ রেলওয়ের দোহাজারী পুরাতন স্টেশনের ময়দান এলাকায় বিশাল পরিমাণ জায়গা দখল করে কলোনি নির্মাণ করে ভাড়া দিয়ে আসছিল এক শ্রেণীর দখলদার। এসব কলোনিতে বসবাস করে আসছিল রোহিঙ্গারা। এসব অবৈধ দখলদারদের উচ্ছেদে আজ সকালে অভিযান পরিচালিত হয়।

সিনিয়র সহকারী সচিব ও চট্টগ্রাম বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা দীপঙ্কর তঞ্চঙ্গা জানান, আজ শনিবার সকালে পরিচালিত অভিযানে রেলওয়ের ১.২৮ একর জায়গা উদ্ধার করা হয়। যেখানে ১২টি কলোনি নির্মাণ করে অবৈধভাবে ভাড়া দিয়ে আসছিল এক শ্রেণীর দখলদাররা।

উচ্ছেদে উদ্ধারকৃত ভূমির আনুনানিক মূল্য ১৩ কোটি টাকা। অবৈধ দখলদারদের উচ্ছেদে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধএকশো পুলিশ দিয়ে সাড়ে ৩ হাজার খামার পাহারা দেওয়া কঠিন : ডিসি শাকিলা
পরবর্তী নিবন্ধচবিতে মেয়েদের হলে উঠে গোপন ভিডিও করার সময় যুবক আটক