বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার এখনই সময়

শুদ্ধ বৃত্তের মতবিনিময় সভায় বক্তারা

| শনিবার , ২ নভেম্বর, ২০২৪ at ১০:০০ পূর্বাহ্ণ

সামাজিক সংগঠন ‘শুদ্ধ বৃত্ত’ আয়েজিত নাগরিক মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, শুদ্ধ মানুষ ছাড়া দেশকে বৈষম্যমুক্ত করা সম্ভব নয়। আর দেশের বিদ্যমান পরিস্থিতির উন্নয়ন, বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ৩৬ জুলাই বিপ্লবের উদ্দেশ্য পূরণ হবে না। তাই শুদ্ধ মানুষ গড়ার আন্দোলনকে দেশব্যাপী ছড়িয়ে দিতে হবে। আর নিজ নিজ ঘর থেকেই এ আন্দোলনের সূত্রপাত করতে হবে।

শুদ্ধ বৃত্ত’র প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি ফৌজুল আহাদ চৌধুরীর সভাপতিত্বে ও আনোয়ারা উপজেলা শাখার সভাপতি হামিদুল ইসলাম হিরুর সঞ্চালনায় গত ৩০ অক্টোবর নগরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিনিয়র ডক্টরস ক্লাব চট্টগ্রামের সাধারণ সম্পাদক ডা. কিউএম অহিদুল আলম।

বিশেষ অতিথি ছিলেন পরিবেশ মানবাধিকার আন্দোলনপমা’র সাধারণ সম্পাদক সাংবাদিক আবসার মাহফুজ, চট্টগ্রাম সোশ্যাল বিজনেস সেন্টার লিমিটেডের পরিচালক জিয়াউদ্দিন খালেদ চৌধুরী, বাংলাদেশ পরিবেশ আন্দোলন, (বাপা) চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক শ ম বখতিয়ার, পাঁচলাইশ আবাসিক এলাকা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ সেলিম, সাংবাদিক গাজী অনিন্দ্য টিটো, সাংবাদিক আরিচ আহমেদ শাহ, জসিমুল আনোয়ার, মন্‌জুর আলম ও পরিবেশকর্মী সাহেলা আবেদীন। স্বাগত বক্তব্য দেন, রিয়াজুল হাসান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচিটাগং শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মিলাদুন্নবী (দ.) মাহফিল
পরবর্তী নিবন্ধশিউলি ফুলে শীতের আগমনী বার্তা