কলাউজান ব্লাড গ্রুপের ফ্রি চিকিৎসা ক্যাম্প

| শনিবার , ২ নভেম্বর, ২০২৪ at ৯:৫৯ পূর্বাহ্ণ

লোহাগাড়ার সামাজিক সংগঠন কলাউজান ব্লাড গ্রুপের উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার কলাউজান ইউনিয়নের আদার চর ইমাম আবু হানিফা আদর্শ ইবতেদায়ী মাদ্রাসা ও হেফজখানা মাঠ প্রাঙ্গনে এ ক্যাম্প সম্পন্ন হয়। ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের লিভার বিভাগের রেজিস্ট্রার ডা. মোমিনুল ইসলাম ও ডা. আসিফ আহমদ শোভন। চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করেন আদার চর ইমাম আবু হানিফা মাদ্রাসা ও হেফজখানা পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি এম ওসমান ফারুক, সহকারী পাবলিক প্রসিকিউটর এডভোকেট আবদুল জাব্বার, মো. সোহেল, কবির আহমদ, সাত্তার সিকদার, আবসার উদ্দীন।

এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা এডমিন এম মাইনউদ্দীন হাসান, এডমিন পরিষদ সদস্য মো. সাইফুল ইসলাম সাঈদ, মো. শফিকুর রহমান, মোয়াজ্জেম মাহী, তোফায়েল আহমেদ সবুজ, মডারেটর নাজমুস সাকিব, মনোয়ার হোসেন, কার্যকরী সদস্য এরশাদ হোসেন, এইচ এম রিদুয়ান হোসেন, রাশেদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। উক্ত ফ্রি চিকিৎসা সেবায় ১৯০ রোগীকে চিকিৎসা প্রদান ও প্রায় ২৫০ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগণমাধ্যমকে পরাজিত হতে দেয়া যাবে না
পরবর্তী নিবন্ধচিটাগং শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মিলাদুন্নবী (দ.) মাহফিল