চট্টগ্রাম শহরে রিঙার দৌরাত্ম্য বর্তমানে এক বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। শহরের প্রধান সড়কগুলোতে রিক্সার অতিরিক্ত সংখ্যা যানজটের অন্যতম কারণ। তারা কোনো নির্দিষ্ট নিয়ম না মেনে রাস্তার মাঝখানে স্ব–দর্পে চলাচল করে। এমনকি, বিভিন্ন এলাকায় একসাথে অনেক রিক্সা জড়ো হয়ে রাস্তার প্রায় অর্ধেক জায়গা দখল করে নেয়, যা অন্যান্য যানবাহনের গতিতে বড় বাধা সৃষ্টি করছে। শুধু তাই নয়, রিক্সা চালকরা মাঝে মাঝে যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায় করে, যা জনসাধারণের জন্য বাড়তি ভোগান্তির কারণ।
অতএব এই সমস্যার দ্রুত সমাধান প্রয়োজন। শহরের প্রধান সড়কগুলোতে রিক্সার সংখ্যা নিয়ন্ত্রণ করা এবং চালকদের সঠিক প্রশিক্ষণের মাধ্যমে নিয়ম মেনে চলার অভ্যাস গড়ে তোলাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি রিক্সাগুলো নির্দিষ্ট লেনে চলাচলের নিয়ম কঠোরভাবে প্রয়োগ করলে শহরের যানজট কমবে এবং সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারবে।
হাবিব উল্লাহ রিফাত
শিক্ষার্থী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়