গাউসিয়া কমিটি বাংলাদেশ, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ও আ’লা হযরত স্মৃতি সংসদের যৌথ উদ্যোগে ঈদ–এ মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাহমাতুল্লিল আলামিন সুন্নি সম্মেলন ২৭ অক্টোবর (রোববার) চন্দনাইশ দক্ষিণ জোয়ারা ফকির পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ সোলাইমান ফারকী। উদ্বোধক ছিলেন রাজনীতিক আলহাজ এম আইনুল কবির। প্রধান বক্তা ছিলেন মাওলানা শায়খ আবদুল রহিম আল আযহারী (ঢাকা)। বিশেষ আলোচক ও অতিথি ছিলেন, মাওলানা সোহাইল উদ্দীন আনসারী, মুহাম্মদ সৈয়দ, রুবেল সওদাগর, কামাল উদ্দীন, আবু তৈয়ব, মনজুরুল আলম কুসুম, আলমগীর ইসলাম বঈদী, হাফেজ আবু মুছা, মাওলানা নাজিম উদ্দীন আনসারী, মুহাম্মদ হোসাইন আল কাদেরী, মহসিন আহমদ আল কাদেরী, হাফেজ শামসুল ইসলাম কাদেরী, মুহাম্মদ নুরুল হক, বাহাদুর মিয়া, আবদুল হাকিম, জয়নাল আবেদীন জিহাদী, বেলাল উদ্দীন, রফিকুল ইসলাম, মফিজুর রহমান, মুফিজ সওদাগর, মমতাজ মিয়া, শফিউল আলম, মুহাম্মদ মিন্টু, সোলাইমান সওদাগর, তৌহিদুল ইসলাম, হাফেজ রোকন উদ্দীন, আলী হোসেন, মুহাম্মদ আলাউদ্দীন, নজরুল ইসলাম প্রমুখ। সুন্নি সম্মেলনে বক্তারা বলেন, বিশ্ব মুসলিম সমাজ আজ সত্যিকার দ্বীন–মাযহাব ও রাসুলে করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হতে বহু দূরে যাওয়ার কারণে দূর্দশা হতাশা ও নিপীড়িত। অনৈক্য আর আক্বিদা বিশুদ্ধ না হওয়ার কারণে কোনো আমল ও দোয়া কবুলিয়ত হচ্ছেনা। বক্তারা বলেন, মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে ত্বরিকা নিহিত রয়েছে। বক্তারা আল্লাহর নির্দেশনা মোতাবেক সকলকে এক ও অভিন্ন হয়ে ইসলামের রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।