মীরসরাইয়ে ছয় বছর আগের হামলার ঘটনায় মামলা করেছেন মোহাম্মদ ইমাম শরীফ নামে এক জামায়াত কর্মী। মামলায় চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মো. আতাউর রহমানকে প্রধান আসামি দিয়ে ৬২ জনের নাম উল্লেখ করে ৪০ থেকে ৪৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১৮ ডিসেম্বর সন্ধ্যায় জামায়াত কর্মী ইমাম শরীফকে আগে থেকে ওঁৎ পেতে থাকা লোকজন হঠাৎ আক্রমণ করে ও জোরপূর্বক সিএনজি অটোরিক্সাযোগে বড়তাকিয়া আফরোজা গার্ডেন ক্লাবের পেছনে নিয়ে নির্যাতন করে হত্যার চেষ্টা করেন। এ সময় তার সাথে থাকা নগদ ৩০ হাজার টাকা, মানিব্যাগ ও পাসপোর্ট ছিনিয়ে নেয়া হয়।
মামলার বাদি মো. ইমাম হাসান শরীফ বলেন, জামায়াত সমর্থন করায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ২০০৮ সাল থেকে অত্যাচার, নির্যাতন করে আসছে। বিভিন্ন সময় আমাকে না পেয়ে আমার পরিবারের ওপরও অত্যাচার করেছে। ২০১৮ সালের ১৮ ডিসেম্বর হত্যার জন্য অমানুষিক নির্যাতন করে। এরপর হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে দেশত্যাগে বাধ্য হই। ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর গত ২৯ অক্টোবর দোষীদের বিরুদ্ধে মামলা করেছি।
এ বিষয়ে মীরসরাই থানার ওসি আবদুল কাদের জানান, গত ২৯ অক্টোবর ৬২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৪০–৪৫ জনকে আসামি করে একটি মামলা করেন। মামলায় এজাহারনামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।