মেক্সিকোয় ২৪ ঘণ্টার মধ্যে দুই সাংবাদিককে গুলি করে হত্যা

| শুক্রবার , ১ নভেম্বর, ২০২৪ at ১১:২৫ পূর্বাহ্ণ

মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় দুই রাজ্য ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে দুই সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তাদের মধ্যে একজনকে বুধবার বিকেলে কোলিমা রাজ্যে গুলি করে হত্যা করা হয় বলে রয়টার্সকে নিশ্চিত করে জানিয়েছে রাজ্যটির শীর্ষ আইন কর্মকর্তার দপ্তর। তার নাম পাত্রিসিয়া রামিরেজ। খবর বিডিনিউজের।

তিনি পাতি বুমবুরি ডাকনামেও পরিচিত ছিলেন এবং একজন বিনোদন সাংবাদিক হিসেবে কাজ করতেন, জানিয়েছে নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)

মেক্সিকোতে ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে আততায়ীর গুলিতে নিহত হওয়া দ্বিতীয় সাংবাদিক তিনি। এর আগে মঙ্গলবার গভীর রাতে একটি অনলাইন সংবাদপত্রের প্রধানকে গুলি করে হত্যা করা হয়। সাংবাদিকদের জন্য অন্যতম প্রাণঘাতী দেশ হিসেবে মেক্সিকো প্রেস ফ্রিডম গ্রুপের তালিকায় স্থান পেয়েছে।

চলতি মাসের শুরুতে ক্লাউদিয়া শেইনবাউম মেক্সিকোর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এগুলোই প্রথম সাংবাদিক হত্যার ঘটনা। শেইনবাউম অপরাধ ও সহিংসতার বিরুদ্ধে লড়াই করার প্রত্যয় জানিয়েছেন। অনলাইন সংবাদপত্রের প্রধান মাউরিসিও ক্রুজকে হত্যা করা হয় পশ্চিমাঞ্চলের সহিংসতা কবলিত রাজ্য মিচোয়াকানের উরুয়াপান শহরে, জানিয়েছে রাজ্যটির শীর্ষ আইন কর্মকর্তার দপ্তর। এখানে ওই গুলিবর্ষণের ঘটনায় আরও একজন আহত হয়েছেন কিন্তু আইন কর্মকর্তারা দপ্তর তার নাম জানায়নি।

পূর্ববর্তী নিবন্ধনিষিদ্ধ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ উত্তর কোরিয়ার
পরবর্তী নিবন্ধকয়েকদিনের মধ্যেই যুদ্ধবিরতিতে পৌঁছতে পারে লেবানন-ইসরায়েল : নাজিব মিকাতি