চট্টগ্রাম জেলা পরিষদের মাসিক সভা গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মুহাম্মদ আনোয়ার পাশা ও সঞ্চালনা করেন প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল।
সভাপতির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক বলেন, চট্টগ্রাম জেলা পরিষদ জেলার গ্রামীণ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে এ প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার সুযোগ আছে। বর্তমান সরকার জনকল্যাণে তৎপর বিধায় জেলা পরিষদের কর্ম সম্পাদনে সহায়তা করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। জেলার গুরুত্বপূর্ণ কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসারগণ এর সদস্য। সবাইকে এক সাথে কাজ করে জনগণের প্রত্যাশা মেটানোর চেষ্টা করতে হবে। সর্বোপরি চট্টগ্রামের উন্নয়নে সবাইতে সমন্বিতভাবে কাজ করতে হবে।
সভায় বিগত সভার কার্যবিবরণী অনুমোদন, ২০২৪–২৫ অর্থবছরের রাজস্ব তহবিলের আওতায় ১ম পর্যায় ও এডিপি (সাধারণ) খাতের প্রকল্প নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল আলম, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম, স্থানীয় সরকার চট্টগ্রামের সিনিয়র সহকারী কমিশনার এস এম এন জামিউল হিকমা, সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক মো. ফরিদুল আলম, জেলা শিক্ষা অফিসার উত্তম খীসা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম আব্দুর রহমান, জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী পলাশ চন্দ্র দাস, এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী মোহাম্মদ জামাল উদ্দিন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. সাইফুল্লাহ মজুমদার, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আতিয়া চৌধুরী, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মুহাম্মদ তরিকুল ইসলাম, মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন, সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম, সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. ইনামুল হাসান, কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদা জান্নাত, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মসিউজ্জামান, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইশতিয়াক ইমন, বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিমাদ্রী খিসা, রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা, ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী, রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন ভূঁইয়া, বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আকতার ও চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম। প্রেস বিজ্ঞপ্তি।