প্রধান উপদেষ্টার বাসভবনে কাল নারী ফুটবলারদের সংবর্ধনা

ক্রীড়া মন্ত্রণালয়ের কোটি টাকা পুরস্কার ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ১ নভেম্বর, ২০২৪ at ১০:১০ পূর্বাহ্ণ

গত বুধবার রাতে নেপালের রাজধানী কাঠমন্ডুর রাজা দশরথ স্টেডিয়ামে এক ইতিহাস গড়ে বাংলাদেশ নারী ফুটবল দল। টানা দুইবার সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে নারী ফুটবলাররা। সেই রাত থেকেই নেপালে ফুটবলার, কোচ, কোচিং স্টাফ, কর্মকর্তারা ছাড়াও প্রবাসী বাংলাদেশীরা শিরোপা জয়ের এই আনন্দ উদযাপন করে। আর দেশের ভক্তরা অপেক্ষায় ছিলেন কখন চ্যাম্পিয়নরা দেশে ফিরবে। শেষ পর্যন্ত সব অপেক্ষার অবসান ঘটিয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকায় পা রাখে চ্যাম্পিয়ন নারীরা।

বিমান বন্দর থেকে ছাদ খোলা বাসে করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে নিয়ে আসা হয় ফুটবলারদের। যেখানে তারা গত প্রায় পাঁচ বছরেরও বেশি সময় ধরে থাকছেন। বাফুফে ভবনে ফুটবলারদের বরণ করে নেন ক্রীড়া উপদেষ্টা। তিনি বলেন, বাংলাদেশের নারী ফুটবলরারা দেশের জন্য বিশাল সম্মান বয়ে এনেছে। যা কোন কিছুর সাথে তুলনা করা যাবেনা। ক্রীড়া উপদেষ্টা বাফুফে ভবনেই দলের অধিনায়ক সাবিনা খাতুনের হাতে এক কোটি টাকার চেক তুলে দেন। তিনি জানান, আগামকাল শনিবার বেলা ১১টায় সাবিনা খাতুনের দলকে সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস। বাফুফে ভবনে ক্রীড়া উপদেষ্টা বলেন, সাফ চ্যাম্পিয়নশিপে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। দেশে ফেরার পর তাদের সংবর্ধনা দিতে আমি বাফুফেতে এসেছি। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে জাতীয় নারী ফুটবল দলের সঙ্গে দেখা করার অভিপ্রায় প্রকাশ করেছেন মাননীয় প্রধান উপদেষ্টা। আগামীকাল শনিবার বেলা ১১ টায় তিনি তার বাসভবনে নারী ফুটবল দলকে দাওয়াত দিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধস্পিকারের প্রশাসনিক দায়িত্বে আসিফ নজরুল
পরবর্তী নিবন্ধডিজেল-কেরোসিনের দাম কমল লিটারে ৫০ পয়সা