চট্টগ্রাম ওয়াসার এমডি পদ থেকে প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহকে অপসারণের পর এখনো পর্যন্ত ওই পদে কাউকে নিয়োগ দেয়া হয়নি। তবে সাময়িকভাবে স্থানীয় সরকার বিভাগ চট্টগ্রামের পরিচালক ওই পদে দায়িত্ব পালন করবেন বলে পৃথক একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। চট্টগ্রামে স্থানীয় সরকার চট্টগ্রাম বিভাগের পরিচালকের দায়িত্বে রয়েছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মুহাম্মদ আনোয়ার পাশা। গত ৩০ অক্টোবর বুধবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের উপসচিব মো. আব্দুর রহমান।
চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) অধ্যাদেশ ২০২৪–এর ধারা ২৮ ক অনুযায়ী স্থানীয় সরকার, চট্টগ্রাম বিভাগের পরিচালককে তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে সাময়িকভাবে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব প্রদান করা হলো। অতিরিক্ত দায়িত্ব পালনকালে তিনি বিধি মোতাবেক দায়িত্ব ভাতা পাবেন। অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও স্থানীয় সরকার চট্টগ্রাম বিভাগের পরিচালক মুহাম্মদ আনোয়ার পাশাকে এর আগে চট্টগ্রাম জো পরিষদের প্রশাসকের দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়াও পরবর্তীতে তাকে চট্টগ্রাম চেম্বারের প্রশাসকের দায়িত্বও দেওয়া হয়।