ছাত্র জনতার আন্দোলনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৩০ অক্টোবর) রাতে সাবেক ছাত্রলীগ নেতা ফাহিম হোসাইন ক্যাম্পাসে দেখতে পেয়ে মারধর করে পুলিশ বক্সে নিয়ে যান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
ফাহিম হোসাইন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চবি শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপগ্রুপ সিক্সটি নাইনের নেতা। ফাহিম ২০১২-১৩ সেশনের একাউন্টিং বিভাগের শিক্ষার্থী।
জানা যায়, গত ১৫ জুলাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলায় সরাসরি জড়িত ছিল ফাহিম।
পরেসেদিনের ভিডিও ফুটেজ ঘেটে দেখা যায়, আটক ছাত্রলীগ নেতা ফাহিমসহ অন্যরা মিছিলে থাকা শিক্ষার্থীদের বেধড়ক মারধর করছে। পরে ভিডিও ফুটেজ দেখে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে প্রক্টর তাকে বিশ্ববিদ্যালয়ের পুলিশ বক্সে নিয়ে আসার জন্য পরামর্শ দেন। সেখানে পুলিশি জিজ্ঞেসাবাদ শেষে হাটহাজারী থানায় নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর হায়দার আরিফ বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন চলার সময় হামলা-মারধরের অভিযোগে একজনকে আটক করে শিক্ষার্থীরা পুলিশে হস্তান্তর করা হয়েছে।
হাটহাজারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান আজাদীকে বলেন, ফাহিম হোসাইন নামে একজনকে বিশ্ববিদ্যালয় থেকে আটক করা হয়েছে। শিক্ষার্থীদের ওপর মারধরের ঘটনায় তাকে গ্রেফতার দেখানো হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।