শহিদ হালিম–লিয়াকত স্মৃতি সংসদ, বাঁশখালী উপজেলা উত্তর জোন কর্তৃক শহিদ হালিম–লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষস্কু সনদ ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান গত ২৬ অক্টোবর গুনাগরিতে পরিষদের পরিচালক এইচ এম নেজাম উদ্দিন রিয়াদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। পরিষদের উপ–পরিচালক এইচ এম জাহিদুল ইসলাম ও উপ–পরিচালক মুহাম্মদ শহিদ রেজার সঞ্চালনায় ও অধ্যাপক সৈয়দ মুহাম্মদ মুনিরুল ইসলাম আশরাফীর পৃষ্ঠপোষকতায় এতে প্রধান অতিথি ছিলেন সমাজসেবক মিশকাতুল ইসলাম চৌধুরী (পাপ্পা)। প্রধান বক্তা ছিলেন শহিদ হালিম–লিয়াকত স্মৃতি সংসদ কেন্দ্রীয় পর্ষদের নির্বাহী পরিচালক সাহেদুল আলম, শহিদ হালিম–লিয়াকত স্মৃতি সংসদ চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য রাশেদুল হক ফারুকী। উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মদ আবদুর রহিম সিরাজী, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা আশেকুর রহমান, মাওলানা এহসানুল হক, এস এম শহিদুল ইসলাম, মাকসুদুল আলম চিশতি, আলী মর্তুজা। বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী মুহাম্মদ মোরশেদুল আলম চৌধুরী, মুহাম্মদ আবদুল আলিম। উপস্থিত ছিলেন জি এম মামুনুর রশিদ, মুহাম্মদ মুহিবুল্লাহ, ইয়াসিন আরাফাত শাকিল, মুহাম্মদ ইলিয়াস, গিয়াস উদ্দিন, আবদুল্লাহ আল নোমান, মাওলানা মুহাম্মদ ইউসুফ আনসারী, মুহাম্মদ রফিকুল ইসলাম, হানিফ সিকদার, সাহাব উদ্দিন, ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, সামশুল আরেফিন খালেদ, মুহাম্মদ ইমরান খান, মুহাম্মদ খোরশেদ হাশেমী, মুহাম্মদ সাজ্জাদ হোসেন, জাওয়াদ আহম রোহান জেসমিন আকতার জুঁই, জান্নাতুল ইলমা, সাদিয়াতুল জান্নাত, তানসিফা সুলতানা, তাসিফা বিনতে আলী, রিয়াজুল জান্নাত, ওসমান আলী, মনিরুল ইসলাম কাদেরী, মঈন উদ্দিন, তারেক আলামী, কাজী শাহেদ হোসেন, সৈয়দ হালিম, জুনাইদুল হক, নুরুল মোস্তফা সাদাত, আজিম বিন মালেক, জসিম উদ্দিন, মুহাম্মদ হানিফ, মুহাম্মদ রিফাত, মুহাম্মদ মিশকাত, মিছবাহুর রহমান, আবদুল্লাহ আল মামুন, মুহাম্মদ আরফাত, মিনহাজ উদ্দিন, রিদুয়ানুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।