পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় একটি বাঁধ পাহারার দায়িত্বে থাকা পাঁচ বেসামরিক নিরাপত্তা রক্ষী নিহত হয়েছেন। মঙ্গলবার ভোররাতে বেলুচিস্তানের মাকরন বিভাগের পঞ্জগুর জেলায় হামলার এ ঘটনাটি ঘটে, জানিয়েছেন কর্মকর্তারা।
পাকিস্তানি গণমাধ্যম ডন জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত বালুচ লিবারেশন আর্মি (বিএলএ) মঙ্গলবার গভীর রাতে এ হামলার দায় স্বীকার করেছে। বেলুচিস্তানের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, পঞ্জগুরের প্রমোম এলাকার বাঁধটিতে নিরাপত্তার দায়িত্ব পালনের জন্য ঠিকাদার ওই রক্ষীদের ভাড়া করেছিল। খবর বিডিনিউজের।
পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ডনকে জানান, স্বয়ংক্রিয় অস্ত্রে সজ্জিত হামলাকারীরা মোটরসাইকেল যোগে ঘটনাস্থলে আসে। তিনি বলেন, রক্ষীরা বাঁধ এলাকায় যন্ত্রপাতি ও সরঞ্জাম পাহারা দিচ্ছিল। তখন এক ডজনেরও বেশি সশস্ত্র লোক এসে তাদের ওপর হামলা চালায়। রক্ষীরা পাল্টা গুলি ছুড়লেও সংখ্যায় কম হওয়ায় তারা সুবিধা করতে পারেনি।