চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার লেনদেন হয়েছে ৬.৯০ কোটি টাকা। মোট ২,৬০৪ টি লেনদেনের মাধ্যমে মোট ২৫.৭৯ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৩৩০.২৭ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৪,৩৪৭.৭৭ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ২২.৪৪ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১১০.৮৫ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ১৬.৮৪ পয়েন্ট বেড়েছে, যা হলো ৯২০.৩৮ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক ৯০.৬১ পয়েন্ট কমেছে, যা হলো ২,০৭০.৯২ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৬৯৫,৫০০.৪১ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৫৫,৪২৩.৫৯ কোটি টাকা। সিএসইতে ৬৪১ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২১৭ টির, এর মধ্যে দাম বেড়েছে ১৭৫ টির, দাম কমেছে ২৯টির, আর অপরিবর্তিত রয়েছে ১৩ টির।