সূর্যকে তো যায় না ধরা

সুলতানা বেগম | বৃহস্পতিবার , ৩১ অক্টোবর, ২০২৪ at ৭:০৮ পূর্বাহ্ণ

দূরে দূরে থাকি আমি

তোমার গুণমুগ্ধ বলে,

কতটা প্রাঞ্জল তুমি

হাসিখুশি পড়ে উছলে।

আমার বিষণ্ন মেঘমালা

তোমাকে না ঢেকে ফেলে!

তাই তো আড়াল খুঁজি

দূরে যাই চলে,

থাকো তুমি রবিকরে

দিয়েছো আলো বর্ণচ্ছলে;

এ কিঞ্চিতকরে।

তোমার দানে ধন্য হয়েছি

রয়েছি স্নেহ ছায়া তলে।

সূর্য কে তো যায় না ধরা

সে যে আলোর মুখ;

সূর্যমুখীর কাজই হলো

আলোর দিকে ঘোরা।

পূর্ববর্তী নিবন্ধঅতৃপ্ত মোহের বাণী
পরবর্তী নিবন্ধসহজ সবটাই