কর্ণফুলীতে পল্টন ট্র্যাজেডি দিবসে জামায়াতের আলোচনা ও দোয়া মাহফিল

কর্ণফুলী প্রতিনিধি | বুধবার , ৩০ অক্টোবর, ২০২৪ at ৪:১৬ অপরাহ্ণ

২৮ অক্টোবর পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে চট্টগ্রামের কর্ণফুলীতে জামায়াত ইসলামীর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা ক্রসিং হক কনভেনশন সেন্টারে এই সভার আয়োজন করে উপজেলা জামায়াত ইসলামী।

এতে উপজেলা জামায়াতের আমীর মাওলানা মনিরুল আফসারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্ত রাখেন কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য এবং চট্টগ্রাম অঞ্চলের সদস্য অধ্যাপক জাদর সাদেক।

উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি নুর উদ্দিন জাহাঙ্গীরের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলার সাবেক নায়েবে আমীর মুহাম্মদ ইছহাক, অধ্যক্ষ বদরুল হক, নায়েবে আমীর অধ্যাপক নুরুল্লাহ,কর্মপরিষদের সদস্য মাওলানা আবুল ফয়েজ, জেলা জামায়াতে ইসলামীর শিক্ষা বিষয়ক সম্পাদক ইসমাঈল হাক্কানী, দক্ষিণ জেলার শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মাওলানা নুরুল হোসাইন, বাঁশখালী উপজেলার আমীর অধ্যাপক সাহিদুল্লাহ মোস্তফা,নায়েবে আমীর অধ্যাপক নজরুল ইসলাম অর্থ সম্পাদক এড্যা. মোহাম্মদ হারুন, উপজেলা ব্যবয়াসীক ফোরামের সভাপতি ইলিয়াস মেম্বার,মোস্তফা আল মাহমুদ ইমরোজ, আবুল মুনসুর, মাওলানা মুছা,জিয়াউর রহমান, ডা. ইলিয়াস, শের আলী মুর্তজাসহ প্রমুখ।

এতে বক্তারা বলেন, জামায়াত-শিবিরকে মিশিয়ে দেওয়ার পরিকল্পনা থেকে শেখ হাসিনার নির্দেশে ২০০৬ সালের ২৮ অক্টোবর নিরীহ জনসাধারণ ও নেতাকর্মীদের উপর লগি বৈঠা নিয়ে হামলা করে আওয়ামীলীগ সন্ত্রাসীরা। এই হামলায় পিটিয়ে হত্যার পর লাশের উপর নৃত্য করেছিল আওয়ামী লীগ সন্ত্রাসীরা। যেই নৃশংসতা বিশ্বব্যাপী ঝড় তুলেছিল।

আলোচনা সভায় উপজেলা ও ইউনিয়ন জামায়াত এবং শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ শতশত জনসাধারণ উপস্থিত ছিলেন। সভা শেষে ২০০৬ সালের ২৮ অক্টোবর হামলায় নিহত শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পূর্ববর্তী নিবন্ধধর্মঘটে অচলাবস্থা চট্টগ্রাম বন্দরে
পরবর্তী নিবন্ধক্রয়মূল্যে সবজি বিক্রি স্বস্তির নিশ্বাস ফেলছে সাধারণ মানুষ