জীববৈচিত্র্যের ক্ষতিরোধপূর্বক স্থলজ বাস্তুতন্ত্রের সুরক্ষা ও পুনরুদ্ধার জরুরি। মনুষ্যসৃষ্ট কারণে সংকটাপূর্ণ এই ধরিত্রী। অপরিকল্পিত অবকাঠামো নির্মাণ ও অপরিণামদর্শী নগরায়নের ফলশ্রুতিতে প্রকৃতি নীরবে কাঁদছে নগর থেকে জনপদ সর্বত্র। পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রামের হালদা কনফারেন্স হলে এসডিজি ইয়ুথ ফোরামের উদ্যোগে এসডিজি–১৫ স্থলজ জীবন বিষয়ক সেমিনারে আলোচনায় অংশ নিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রাক্তন মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী এসব কথা বলেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এসডিজি ইয়ুথ ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহার। ইকো ফ্রেন্ডসের সভাপতি উত্তম কুমার আচার্য্যের সভাপতিত্বে ও এসডিজি ইয়ুথ ফোরামের দপ্তর সম্পাদক মিনহাজুর রহমান শিহাবের সঞ্চালনায় সেমিনারে অতিথি আলোচক ছিলেন প্রাক্তন মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিচালক সোনিয়া সুলতানা, উপকূলীয় উন্নয়ন ফাউন্ডেশনের কেন্দ্রীয় সহ–সভাপতি প্রিন্সিপাল ড. মোহাম্মদ সানাউল্লাহ, থ্রি জিরো ক্লাবের সাপোর্ট পার্সন ড. মুহাম্মদ কামাল উদ্দীন, সিভাসুর অধ্যাপক ড. ওমর ফারুক মিয়াজী, চট্টগ্রাম এওটিএস এলুমনি সোসাইটির সভাপতি রোটারিয়ান লতিফ আনোয়ার চৌধুরী, নিরাপদ খাদ্য অধিকার সংগঠক এম এ সবুর, জিপি বাংলাদেশের নির্বাহী সরোয়ার আমিন বাবু, ওব্যাট হেল্পার্সের কান্ট্রি ম্যানেজার সোহেল আকতার খান, প্রাবন্ধিক নেছার আহমেদ খান, চট্টগ্রাম কিডনি রোগী কল্যাণ সংস্থার প্রচার সম্পাদক ওবায়দুল হক মনি, লায়ন সাজ্জাদ উদ্দিন, অ্যাডভোকেট মাসুদ আলম বাবলু, সমাজকর্মী জামান শাহেদ, সংগঠক জি এম সাইদুর রহমান মিন্টু, একিউএম মোছলেহ উদ্দিন, এসডিজি ইয়ুথ ফোরামের নেতৃবৃন্দ যথাক্রমে লায়ন মাহতাব উদ্দিন, কাইয়ুমুর রশিদ বাবু, সামিউল আকরাম, আসিফ করিম সাকিব, আশরাফ শরিফ চৌধুরী, ইশরাক আনোয়ার মাহিন, ইকো নেটওয়ার্ক গ্লোবালের প্রজেক্ট এ্যাসোসিয়েট রাকিবুল আলম, রিজিওনাল প্রতিনিধি তাহমিনা আফরোজ, যুব সংগঠক আতিকুর রহমান রিকি, ফয়সাল মুন, স্বপ্নচাষীর শিক্ষক তানিয়া আকতার, মুহাম্মদ আজিজুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












