চট্টগ্রাম রেল স্টেশনের সিনিয়র বুকিং সহকারী গিয়াস উদ্দীনের ওপর হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও নিরাপদ কর্মস্থলের পরিবেশ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছেন রেলওয়ের চট্টগ্রাম বিভাগের সকল বুকিং সহকারীরা। গতকাল সকালে চট্টগ্রাম রেল স্টেশন প্রাঙ্গণে বিভাগের সকল বুকিং সহকারীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন প্রধান বুকিং সহকারী দেলোয়ার হোসেন, কাজী মতিনুল ইসলাম, এনায়েত হোসেন, মাহমুদুল হাসান ভূইয়া, মফিজুল ইসলাম, রিদোয়ানুল ইসলাম, আবদুল আলীম, তমাল বড়ুয়া, আবদুস সবুর, জোটন শীল, জাকির হোসেন, মনির উদিদন, ইমতিয়াজ উদ্দিন, জাহেদুল আলম, রাবেয়া বেগম, ফাতেম তুজ জোহরাসহ অন্যান্যরা। এ সময় বক্তারা আগামী ১৫ দিনের মধ্যে হামলায় জড়িতদের গ্রেপ্তার করে আইনানুক ব্যবস্থা করার জন্য জোর দাবি জানান ।