লেবাননের রাজনৈতিক ও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নির্বাচিত হয়েছেন শেখ নাইম কাসেম। তিনি গোষ্ঠীটির সহকারী মহাসচিব হিসেবে দায়িত্বপালন করে আসছিলেন। কাসেম ৩০ বছরেরও বেশি সময় ধরে ইরান সমর্থিত গোষ্ঠীটির একজন শীর্ষ নেতা। মঙ্গলবার এক লিখিত বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, মহাসচিব বেছে নেওয়ার জন্য প্রতিষ্ঠিত ধারা অনুযায়ী শুরা কাউন্সিল কাসেমকে (৭১) নির্বাচিত করেছে। খবর বিডিনিউজের।
এর মাধ্যমে তিনি হিজবুল্লাহর নিহত মহাসচিব সৈয়দ হাসান নাসরাল্লাহর উত্তরাধিকারী নির্বাচিত হলেন। এক মাস আগে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাংশের শহরতলীতে ইসরায়েলের বিমান হামলায় নাসরাল্লাহ নিহত হন। ৮ অক্টোবর অজ্ঞাত একটি স্থান থেকে কাসেম বলেছিলেন, হিজবুল্লাহ ও ইসরায়েলে মধ্যে একটি যুদ্ধ চলছে এবং হিজবুল্লাহ কখনোই পরাজয় মেনে নেবে না। ইসরায়েলের বেদনাদায়ক আঘাত সত্ত্বেও হিজবুল্লাহর সক্ষমতা অক্ষুন্ন আছে বলে দাবি করেছিলেন তিনি। তারপরও তিনি জানান, হিজবুল্লাহর মিত্র লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরি যুদ্ধবিরতির যে প্রচেষ্টা চালাচ্ছেন তাদের দল সেটি সমর্থন করে। তখনই প্রথমবারের মতো হিজবুল্লাহর পক্ষ থেকে ইসরায়েলে হামলা বন্ধ করার জন্য পূর্বশর্ত হিসেবে গাজা যুদ্ধবিরতির কোনো উল্লেখ করা হয়নি বলে জানিয়েছে রয়টার্স।